মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাড়াতে হবে রাজস্ব

মাহবুব আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বাড়াতে হবে রাজস্ব

প্রকল্পে অর্থ ছাড় বাড়াতে হলে সরকারের আয় বাড়াতে হবে। আর আয় বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে ভেঙে দুই ভাগ করা উচিত বলে মনে করছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, বৈদেশিক মুদ্রার পাশাপাশি কাক্সিক্ষত রাজস্ব আদায় না হওয়ায় নগদ টাকারও কিছুটা সংকট দেখা যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর রাজস্ব আয় বেড়েছে। তবে যে হারে আয় বেড়েছে, তা আরও বাড়ানোর সুযোগ ছিল। এজন্য জাতীয় রাজস্ব বোর্ডের আমুল সংস্কার দরকার। অর্থ মন্ত্রণালয়ের সাবেক এই সিনিয়র সচিবের মতে, এনবিআরকে ঢেলে সাজাতে গেলে তিন ধরনের পরিবর্তন করতে হবে। প্রযুক্তি, আইন ও কাঠামো এই তিনটি ক্ষেত্রে আনতে হবে ব্যাপক সংস্কার। কর ফাঁকি বন্ধে কৃত্রিম বুদ্ধিমতা (এআই প্রযুক্তি) ব্যবহারের সুযোগ তৈরির পাশাপাশি প্রচলিত ভ্যাট, ট্যাক্স আইনকে আরও বেশি জনবান্ধব করে তুলতে হবে, যাতে করদাতারা কোনো ধরনের হয়রানির স্বীকার না হন। আর কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে এনবিআরকে ভেঙে দুটি বিভাগ করা উচিত বলেও মনে করেন তিনি। এক : ডাইরেক্ট ট্যাক্সেশন (প্রত্যক্ষ কর) বিভাগ এবং দুই : ইনডাইরেক্ট ট্যাক্সেশন (পরোক্ষ কর) বিভাগ। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সাবেক এই সচিব জানান, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশে সংকট এসেছে। নানা ধরনের সংস্কারমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তারা সেই সংকট কাটিয়েও উঠছে। নতুন সরকারের এই মুহূর্তে অগ্রাধিকার মূল্যস্ফীতি কমিয়ে আনা। এ কারণে সংকোচনমূলক নীতি অব্যাহত রেখেছে। তবে প্রবৃদ্ধির স্বার্থে বেশি দিন সংকোচনমূলক নীতি ধরে রাখা যাবে না। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে চাইলে ব্যয় বাড়াতে হবে। যেসব প্রকল্পে অর্থ আটকে আছে, সেগুলোতে অর্থ ছাড় বাড়াতে হবে। আর ব্যয় বাড়াতে চাইলে সবার আগে বাড়াতে হবে রাজস্ব আয়। শুধু আমলা দিয়ে এই আয় বাড়ানো যাবে না। এই আয় বাড়ানোর কাজটি সার্বক্ষণিক মনিটরিং করা জন্যই এনবিআর-এ রাজনৈতিক প্রতিশ্রুতিসম্পন্ন সৎ ও দক্ষ একজন পৃথক মন্ত্রীও নিয়োগ দেওয়া যেতে পারে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর