মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রকল্পের পুনর্মূল্যায়ন দরকার

এম কে মুজেরী

নিজস্ব প্রতিবেদক

প্রকল্পের পুনর্মূল্যায়ন দরকার

বিগত সরকারের আমলে যেসব প্রকল্প অনুমোদন দেওয়ার পরও অর্থ ছাড় বন্ধ রয়েছে বা বরাদ্দ কমানো হয়েছে-নতুন করে অর্থ ছাড়ের আগে ওই প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন দরকার বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর সাবেক মহাপরিচালন ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক চিফ ইকোনমিস্ট এম কে মুজেরী। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, আগের (সরকারের) মেয়াদে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। যখন অর্থের সংকট (করোনা মহামারিকালীন) দেখা দিল, তখন আবার অনেক প্রকল্পে অর্থ ছাড় বন্ধ করে দেওয়া হয়েছে; কিছু প্রকল্পে বরাদ্দ হ্রাস করা হয়েছে। দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে এসব প্রকল্প বন্ধ রয়েছে। ফলে পাঁচ বছর আগে অনুমোদিত প্রকল্প যে অর্থে সম্পন্ন করার কথা ছিল এখন সেই টাকায় করা যাবে না। আবার পরিবর্তিত পরিস্থিতিতে অনুমোদিত প্রকল্পগুলোর প্রয়োজন রয়েছে কি না সেটিও দেখতে হবে। এসব বিষয় পর্যালোচনা না করে বন্ধ থাকা অথবা বরাদ্দ কমিয়ে দেওয়া প্রকল্পগুলোতে আগের হিসাবে অর্থ ছাড় করলে সরকারের অপচয় হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় সরকারের অপচয়ের সুযোগ নেই- এমন মন্তব্য করে এম কে মুজেরী বলেন, টাকার সংকটের কারণে গুরুত্বপূর্ণ খাতে অর্থ বরাদ্দ দেওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে আগে অনুমোদিত প্রকল্প (যেগুলোর টাকা ছাড় পুরোপুরি বন্ধ) খুব বেশি প্রয়োজন না হলে সরকার বাতিলের উদ্যোগও নিতে পারে। এ ছাড়া একই রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় এলেও সময়ের সঙ্গে সঙ্গে অগ্রাধিকারও পরিবর্তন হয়। ফলে আগের প্রশাসন অগ্রাধিকার দিয়ে যেসব প্রকল্পের অনুমোদন দিয়েছে-নতুন সরকারের প্রশাসনে সেই অগ্রাধিকার বদলে যেতে পারে। উপরন্তু সরকার দীর্ঘ সময় কৃচ্ছ্রসাধন নীতি অব্যাহত রাখবে না। কৃচ্ছ্র নীতি থেকে বেরিয়ে যাওয়ার পর আগের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট প্রকল্পে বরাদ্দ দেওয়া হলে অর্থের অপচয় ছাড়া কিছুই হবে না। সুতরাং যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বিষয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা উচিত।

 

সর্বশেষ খবর