মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পুড়ে ছাই সবই

নিজস্ব প্রতিবেদক

পুড়ে ছাই সবই

রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়েছে অসংখ্য ঘর। দাঁড়িয়ে আছে শুধু কংক্রিটের পিলারগুলো। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে কেউ বিলাপ করছেন, কেউ আবার নির্বাক দাঁড়িয়ে আছেন অনাগত ভবিষ্যতের দুশ্চিন্তায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরগুলোতে প্রবেশ করেছেন ক্ষতিগ্রস্তরা। সেখানেই ধ্বংসাবশেষ থেকে আধাপোড়া নিত্যব্যবহার্য কিছু জিনিসপত্র খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। গতকাল দুপুর ২টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই বস্তির পুড়ে যাওয়া ঘরগুলোতে প্রবেশ করছেন বাসিন্দারা। শাহজালাল নামে একজন বলেন, এখানেই আমার ঘর ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। কোনো কিছুই অবশিষ্ট নেই। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়েছি। এর আগে গতকাল দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর