মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিগগিরই চালুর সম্ভাবনা বিরল স্থলবন্দর

দিনাজপুর প্রতিনিধি

খুব শিগগিরই দিনাজপুরের বিরল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে। স্থলবন্দরটি বাস্তবায়নে অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে ভারতের সঙ্গে আলোচনা শেষে পদক্ষেপ নেবে। স্থলবন্দরটি চালুর ব্যাপারে এডিবি এবং বিরল বন্দর কর্তৃপক্ষ ঐকমত্যে পৌঁছেছে। গতকাল বিকালে বিরল স্থলবন্দরের রেলপথ, সড়কপথ পরিদর্শন এবং ইমিগ্রেশন, কাস্টমস, পুলিশ ও স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন এডিবি প্রতিনিধি দল। এডিবির প্রজেক্ট ম্যানেজার কাজী মো. আশরাফুল আলম মুনিম বলেন, এডিবির পরামর্শক দলটি স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরিদর্শন করেছে। এর আগে তারা রেলপথও পরিদর্শন করেন। এদিকে, বিরল স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন জানান, বিরল স্থলবন্দর কর্তৃপক্ষ মনে করেন স্থলবন্দরটি চালু হলে এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। পরিদর্শনের সময় ম্যানিলার এডিবির প্রধান পরিবহন বিশেষজ্ঞ মি. ইয়াসুশি তানাকা, এডিবি বাংলাদেশের সিনিয়র পরিবহন বিশেষজ্ঞ মি. অমৃতা রাও, প্রজেক্ট ম্যানেজার কাজী মোহাম্মদ আশরাফুল মুনিম, প্রকল্প পরিচালক ড. ডেভিড লুপটন, ডেপুটি টিম লিডার নাসিরউদ্দিন আহমেদ, জ্যান টমসিক, হেলেন এলিজাবেথ ম্যাকনাট, বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান পাটোয়ারী মোহন, পরিচালক আজিজুল ইকবাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর