বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আপ্লুত ভারতীয় সাংস্কৃতিক কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আপ্লুত ভারতীয় সাংস্কৃতিক কর্মীরা

মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আবেগ আপ্লুত হয়েছেন ভারতীয় সাংস্কৃতিক কর্মীরা। ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মুক্তাক্ষর সাহিত্য স্রোত, দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব, অন্তঃসলিলা ফল্গু পাক্ষিক     পত্রিকার সদস্যরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার আমন্ত্রণে ছয় সদস্যের দল বগুড়ায় এসেছে। সমাজকর্মী দীপক কুমার ঘোষ, মুক্তাক্ষর সাহিত্য স্রোতের সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক দেবাশীষ অধিকারী, অন্তঃসলিলা ফল্গু পাক্ষিক পত্রিকার বীরেন্দ্রনাথ মাহাতো, স্থানীয় সমাজকর্মী পবিত্র মোহন্ত, নির্মল মোহন্ত প্রতিনিধি দলে আছেন।

সকালে তাঁরা শহীদ খোকন পার্ক চত্বরে বইমেলা ঘুরে দেখেন। স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা তাঁদের স্বাগত জানান।

তাঁরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বাংলা ভাষা মানে মাতৃভাষা, ভাষা রক্ষায় জীবন দিয়েছে এটা বিরল, আমরা ভারতে বাস করলেও আমাদের মায়ের ভাষা বাংলা। আমরা বাংলায় কথা বলি, সে আবেগ-অনুভূতি থেকেই শহীদদের শ্রদ্ধা জানাতে বগুড়ায় এসেছি। বগুড়ার মানুষের ভালোবাসার কথা আমরা কখনো ভুলব না।’ তাঁরা আরও বলেন, ‘পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যারা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটা দেশ পেয়েছে। বাঙালি হিসেবে আমাদের এটি বিরাট প্রাপ্তি। বাংলা ভাষার অনুষ্ঠান দুই বাংলার সাঁকো, যে সাঁকোর মধ্য দিয়ে আমরা কাঁটাতারের বেড়া তুচ্ছ করে ভাষায়, মননে, চিন্তায়, বাঙালিয়ানায় এক হয়ে গেছি।’

বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি আবদুস সালাম বাবু বলেন, ‘ভারত থেকে আগতদের সঙ্গে আমাদের আত্মার বন্ধন তৈরি হয়েছে। তাঁদের ভাষা আমাদের ভাষা এক। আমাদের ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে এসে তাঁরা আমাদের গর্বিত করেছেন।’ সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, ‘আমাদের সংস্কৃতির সঙ্গে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এলাকার সাহিত্য-সাংস্কৃতিক কর্মীদের মেলবন্ধন রয়েছে। গত বছরও তাঁরা এসেছিলেন, এবারও আমরা তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তাঁরা এসে আমাদের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমাদের আবেগ-অনুভূতির সঙ্গে তাঁরা মিশে গেছেন।’

সর্বশেষ খবর