বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রশাসনে অতিরিক্ত সচিব পদে দ্রুতই পদোন্নতি

পদোন্নতি পাবেন অর্ধশতের বেশি কর্মকর্তা, ১৮ ব্যাচ ও বাদ পড়া কর্মকর্তারাও অপেক্ষায়

ওয়াজেদ হীরা

জাতীয় নির্বাচনের আগে যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য কার্যক্রম শুরু হলেও তা শেষ করা যায়নি। দ্রুতই সে কাজ শেষ হতে যাচ্ছে। প্রশাসনে অতিরিক্ত সচিব পদে অর্ধশতের বেশি পদোন্নতি আসছে। শতাধিক কর্মকর্তার অপেক্ষার প্রহরও শেষ হতে যাচ্ছে। চলতি মাসে বা আগামী মাসের শুরুতে এ পদোন্নতি দেওয়া হবে। ইতোমধ্যে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) পদোন্নতির কাজ প্রায় শেষ করে এনেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগেই ১৮ ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির জন্য উদ্যোগ নেয় সরকার। তবে শেষ পর্যন্ত তা করা যায়নি। নতুন মন্ত্রিসভা গঠনের পর এসএসবির কার্যক্রম আবার শুরু হয়েছে যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনের নিয়মিত ১৮ ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমানে প্রশাসন ও একীভূত করা ইকোনমিক ক্যাডার মিলে ১২৫ জনের মতো রয়েছেন যাঁরা পদোন্নতির আশায় আছেন। এ ছাড়া আগের বঞ্চিত কর্মকর্তারাও আশায় রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছিলেন, নির্বাচনের আগে যেহেতু অতিরিক্ত সচিব পদে পদোন্নতির এ প্রক্রিয়াটি শেষ করা যায়নি, এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে করতে চাচ্ছি। যেসব কর্মকর্তা যোগ্য, দক্ষ তাঁদেরই পদোন্নতি দেওয়া হবে। পদোন্নতি হয় কর্মকর্তাদের মেধা, দক্ষতা, সক্ষমতার ভিত্তিতে। পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত বোর্ড চলতি মাসেও একাধিক বৈঠক করেছে। আরও দু-একটি বৈঠকের মাধ্যমে তালিকা চূড়ান্ত হবে বলে জানা গেছে। এসএসবির একাধিক সভায় পদোন্নতিযোগ্যদের কর্মজীবন, পারিবারিকসহ অন্যান্য তথ্য পর্যালোচনা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সূত্র জানান, এসএসবির চূড়ান্ত অনুমোদন পেলে সেই সারসংক্ষেপ পাঠানো হবে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য। পরে প্রজ্ঞাপন জারি হবে। সূত্রমতে, প্রশাসনে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ১৩৫। এ পদে কর্মরত আছেন ৩১৭ কর্মকর্তা। বর্তমানে ১৮ ব্যাচের কার্যক্রম চলছে। তবে সংখ্যাটা নির্দিষ্ট করা না গেলেও অর্ধশতের বেশি পদোন্নতি পাবেন। পদোন্নতি পাচ্ছেন এ আশায় থাকা অর্থ বিভাগের এক যুগ্মসচিব বলেন, অনেক দিন ধরেই আশায় আছি। ১৮ ব্যাচের আরেক যুগ্মসচিব বলেন, আমাদের ২০২০ সালের জুনে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর অতিরিক্ত সচিব হতে গেলে তিন বছর লাগে, তা-ও পার হয়েছে। পাশাপাশি যাঁদের চাকরি ২০ বছর হয়েছে তাঁদের পদোন্নতির পর দুই বছর হলেই হয়। দুই ভাবেই আমরা যোগ্যতা অর্জন করেছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, পদোন্নতি ও রদবদল প্রশাসনের নিয়মিত কাজের অংশ। রুটিন কাজ হিসেবে এগুলো আমরা নিয়মিত করি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. নাজমুছ সাদাত সেলিম জানিয়েছেন, ১৮ ব্যাচের পদোন্নতি কার্যক্রম চলছে। আশা করি এ মাসেই যদি না পারি সামনের মাসের শুরুতেই এটি চূড়ান্ত হবে। গত বছরের মে মাসে ১১৪ জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। তখন নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৭তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি অগ্রাধিকার পায়।

 

সর্বশেষ খবর