বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

খালপাড়ে ক্ষতবিক্ষত নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

তখন রাত প্রায় ১টা। চারদিকে সুনসান নীরবতা। এ সময় ভেসে এলো এক নবজাতকের কান্নার আওয়াজ। খালের শুকনো জায়গায় পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে বিভিন্ন পোকা আক্রমণ করেছে। এরই মধ্যে কোনো প্রাণী তার গালে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। দীর্ঘ সময় ধরে কাঁদছিল শিশুটি। এক পথচারী ওই পথ দিয়ে যাওয়ার সময় শিশুটির কান্না তার কানে পৌঁছে। তিনি কান্নার স্থলে গিয়ে দেখেন পলিথিনে মোড়ানো নবজাতকের দেহ পড়ে আছে। নবজাতকটি মেয়েশিশু। গত মঙ্গলবার রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার শহরের পূর্ব মেড্ডার পাশে (পুরাতন সেকশন) খাল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করে সদর থানা পুলিশ। এর আগে স্থানীয় সোহাগ মিয়া ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশটি বিষয়টি অবহিত করেন। পুলিশ আহত অবস্থায় শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্র জানায়, আহত নবজাতককে হাসপাতালে এনআইসিও ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও সে এখনো শঙ্কামুক্ত নয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, ৯৯৯-এ কল পেয়ে নবজাতটিকে খাল থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- কেউ অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে খালে ফেলে গেছে। মেয়েশিশুটিকে হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর