শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আপনজনদের বেইমানিতে পতন সিরাজউদ্দৌলার

নঈম নিজামের পাঠক সমাদৃত বই

নিজস্ব প্রতিবেদক

আপনজনদের বেইমানিতে পতন সিরাজউদ্দৌলার

বইপ্রেমীদের জটলা প্রকাশনা সংস্থা অন্বেষার সামনে। জনপ্রিয় কোনো লেখক এলেন কি না- এমন ভাবনা থেকেই এগিয়ে যাওয়া। প্যাভিলিয়নের সামনে পৌঁছে দেখা গেল ভিন্ন দৃশ্য। প্রায় অর্ধশত বইপ্রেমী দাঁড়িয়ে আছেন। তাদের সবার হাতে দেশবরেণ্য লেখক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বই ‘আপনজনদের বেইমানিতে পতন সিরাজউদ্দৌলার’। দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত লেখকের ৩১টি কলাম দিয়ে সাজানো হয়েছে বইটি। বইপ্রেমীদের মধ্যে তরুণ পাঠক সজল এই প্রতিবেদককে বলেন, নঈম নিজামের কলামগুলো সুপাঠ্য ও তথ্যবহুল। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত উনার সব কলামই আমি পড়েছি। সেগুলো বই আকারে মেলায় এসেছে জানতে পেরে মেট্রোরেলে মিরপুর থেকে এলাম। লেখকের আগের বইগুলোও আমার সংগ্রহে রয়েছে। তার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বললেন রাজধানীর ধানমন্ডি থেকে আসা মধ্যবয়সী পাঠক জয়নুল আবেদিন। তিনি বলেন, নিজের জ্ঞানের পরিধি সমৃদ্ধ করতে নঈম নিজামের বই পড়ি। বলতে পারেন আমি তাঁর লেখার ভক্ত। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। তারপরও এলাম আমার প্রিয় লেখক নঈম নিজামের বইটি কেনার জন্য। যদিও তাঁর সব কলাম আমার পড়া। তারপরও সংগ্রহে রাখতে বইটি কেনা। বইটি কিনতে পেরে খুবই ভালো লাগছে। উত্তরা থেকে আসা বইপ্রেমী শামসুল ইসলাম বলেন, নঈম নিজাম আমার প্রিয় লেখকদের একজন। বাংলাদেশ প্রতিদিনে তাঁর লেখা আমি এক বসায় পড়ে ফেলি। উনার বইটি কেনার জন্যই মেট্রোরেলে উত্তরা থেকে মেলায় এলাম। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও বরেণ্য লেখক নঈম নিজামের কলামের বই ‘আপনজনদের বেইমানিতে পতন সিরাজউদ্দৌলার’ বইটিতে স্থান পেয়েছে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিল্প সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ের ওপর ৩১টি কলাম। রচনা নৈপুণ্য ও ভাষার সুষমায় বইটি এখন প্রশংসায় ভাসছে। বইটির বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশক মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, নঈম নিজামের এই বইটি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বই আকারে প্রকাশ হওয়ার আগেই কলামগুলো বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ হয়েছে। বইটির দ্বিতীয় সংস্করণও বর্তমানে শেষ হওয়ার পথে। আগামী দুই-এক দিনের মধ্যে মেলায় বইটির তৃতীয় সংস্করণ আসবে বলে জানালেন প্রকাশক। আমার প্রকাশনা সংস্থার নঈম নিজামের এই বইটি ইতোমধ্যেই বেস্ট সেলার বইয়ের স্বীকৃতি অর্জন করেছে। শাকীর এহসানুল্লাহর প্রচ্ছদে বইটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৭০ টাকা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর