শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ বিভাগীয় কমিশনারদের

নিজস্ব প্রতিবেদক

দেশের সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের ব্যবস্থা নিতে সব বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সব বিভাগীয় কমিশনারকে নিয়ে অনুষ্ঠিত মাসিক নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন। সভা সূত্রে বিষয়টি জানা গেছে। সভায় সব বিভাগীয় কমিশনারদের পাশাপাশি কয়েকজন সচিব উপস্থিত ছিলেন। অবৈধ ইটভাটার প্রসঙ্গটি উত্থাপন করেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনিও এসব বিষয় নিয়ে কমিশনারদের কিছু নির্দেশনা দেন। সভার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অবৈধ ইটভাটা বন্ধে তৎপরতা বাড়ানো, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধ নিশ্চিত করার পাশাপাশি বিকল্প হিসেবে ব্লক নির্মাণকে উৎসাহিত করা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া বায়ুদূষণ কমাতে ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ফৌজদারি মামলা দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত আলোচনার মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, খাদ্য ও বাজার পরিস্থিতি, মোবাইল কোর্ট নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব। একজন বিভাগীয় কমিশনার জানান, সামনে ডিসি সম্মেলন রয়েছে সে বিষয়েও বেশকিছু আলোচনা হয়েছে সভায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর