শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে গ্রেফতার প্রতারক সোহেল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগের মৃত শাহজাহানের ছেলে সোহেল। প্রতারণাই তার পেশা। বাড়ি বিক্রি, ফ্ল্যাট মর্গেজ দেওয়ার ফাঁদ পেতে শত শত মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন এই সোহেল। তার বিরুদ্ধে শুধু হাজারীবাগ থানায়ই অন্তত কয়েক ডজন প্রতারণা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলা ও পাওনাদারদের হাত থেকে বাঁচতে গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন তিনি। বুধবার রাতে দেশের বাইরে যাওয়ার চেষ্টার সময় ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, সোহেলের বিরুদ্ধে বহু মামলা। শুধু হাজারীবাগ থানায় ১৮টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সোহেল মূলত ফ্ল্যাট বিক্রি, বাড়ি বিক্রি, ফ্ল্যাট মর্গেজ দেওয়ার নামে প্রতারণা করতেন। তার প্রতারণার ভুক্তভোগী বহু মানুষ। তার বিরুদ্ধে এত ওয়ারেন্ট থাকার পরেও নানাভাবে চেষ্টা করেও তাকে গ্রেফতার করা যাচ্ছিল না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর