শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
জাতিসংঘের উদ্বেগ

বিশ্বের ৪০ শতাংশ মানুষ মাতৃভাষায় কথা বলে না

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বর্তমান বিশ্বের ৪০ শতাংশ মানুষ এমন ভাষায় কথা বলছেন যা তাদের মাতৃভাষা নয়। না বুঝে তারা সে শিক্ষা নিতে বাধ্য হচ্ছেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। কোনো কোনো দেশে এমন পরিস্থিতিতে নিপতিত মানুষের সংখ্যা ৯০ শতাংশেরও বেশি।

জাতিসংঘ সদর দফতরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে চলতি সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের প্রতিনিধি হিসেবে একজন আন্ডার সেক্রেটারি জেনারেলসহ ভারত, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউনেস্কো এবং সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর উদ্বেগের সঙ্গে একথা বলেন। জাতিসংঘ সদর দফতরে টানা অষ্টমবারের মতো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের এ অনুষ্ঠান বাংলাদেশ, অস্ট্রিয়া, বাহরাইন, বলিভিয়া, রোমানিয়া ও দক্ষিণ আফ্রিকার স্থায়ী মিশন, জাতিসংঘ সদর দফতর ও ইউনেস্কোর যৌথ অংশিদারিতে ৪ নম্বর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস। উদ্বোধনী বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত। বাংলাদেশ মিশনের মিনিস্টার শাহানারা মনিকার সঞ্চালনায় এ আলোচনায় আরও অংশ নেন মহাসচিবের প্রতিনিধি হিসেবে আন্ডার সেক্রেটারি জেনারেল (জিএসিএম) মোভসেস আবেলিয়ান, বাহরাইনের স্থায়ী প্রতিনিধি জামাল ফারেস আলরোয়াইয়ি, রোমানিয়ার স্থায়ী প্রতিনিধি কর্নেল ফারোতা, বলিভিয়ার স্থায়ী প্রতিনিধি দিয়েগো প্যারি রডরিগুয়েজ প্রমুখ।

সর্বশেষ খবর