রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ভোট জমেছে দুই সিটিতে

ভোট নির্দলীয় হলেও কুমিল্লায় সক্রিয় দলীয় নেতারা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ভোট নির্দলীয় হলেও কুমিল্লায় সক্রিয় দলীয় নেতারা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন হবে নির্দলীয়। তবু পছন্দের প্রার্থীকে মেয়র পদে জিতিয়ে আনতে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মাঠে নেমে পড়েছেন। চারজন প্রার্থীর সঙ্গে দুই দলের নেতা-কর্মীরা ভোটারের ঘরে ঘরে দিয়ে দোয়া চাইছেন। তাদের মধ্যে সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনার পক্ষে মহানগরী আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মীকে মাঠে দেখা গেছে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর রশিদ ইয়াছিনের শ্যালক মহানগরী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারের পক্ষে দেখা গেছে বিএনপির অধিকাংশ নেতা-কর্মীকে। সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মাঠে কাজ করছেন বিএনপির সাবেক কিছু নেতা-কর্মী। এ ছাড়া মহানগরী আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর-রহমান মাহমুদ তানিমের পক্ষে মাঠে কাজ করছেন মহানগরী আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী। প্রচারের দ্বিতীয় দিনেও মাঠ চষে বেড়িয়েছেন কুসিক উপনির্বাচনের মেয়র প্রার্থীরা। গতকাল সকাল থেকেই ভোটারদের দোরে দোরে যান তাঁরা। বিকালে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেন। তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে নির্বাচন করছেন। তিনি নগরীর ১ ও ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় সূচনা বলেন, ‘আমার বাবাকে আপনারা বারবার মূল্যায়ন করেছেন। চাচা আরফানুল হক রিফাতকেও আপনারা বিজয়ী করেছিলেন। এবার আমাকেও আপনাদের সেবা করার সুযোগ করে দিন।’

ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন মহানগরী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। তিনি নগরীর বাদুড়তলা, কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, চকবাজার ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় গণসংযোগ করেন।

কায়সার বলেন, ‘এবারের নির্বাচন কুমিল্লার মানুষকে জিম্মিদশা থেকে মুক্তির নির্বাচন। তাই দলমতনির্বিশেষে মানুষ মাঠে নেমে পড়েছে। এর আগের নির্বাচনে অনেকে গোপনে সমর্থন দিয়েছেন। কিন্তু এবার প্রকাশ্যে আমার পক্ষে কাজ করছেন।’ সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিলঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। রাজগঞ্জ, চকবাজার, কান্দিরপাড়ে গণসংযোগের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাক্কু বলেন, ‘গত নির্বাচনে আমাকে যে চালাকি করে হারানো হয়েছিল তা একটি সাত বছরের শিশুও জানে। যে ফল দিতে আধাঘণ্টা লাগার কথা, সেখানে আড়াই ঘণ্টা লাগিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এবার আমরা তার পুনরাবৃত্তি চাই না।’

নগরীর ১৬, ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় মহানগরী আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকের প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম। তিনি বলেন, ‘কুমিল্লার মানুষ ৪০ বছর ধরে আমাকে চেনে। এবার সঠিক মূল্যায়নের সুযোগ এসেছে। নগরীকে বদলে দিতে সঠিক ব্যক্তিকে খুঁজে নেবে কুমিল্লার মানুষ।’

 

সর্বশেষ খবর