রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মানবেতর জীবন শতাধিক যুবকের

মেহেরপুর প্রতিনিধি

মানবেতর জীবন শতাধিক যুবকের

ভুয়া ভিসায় মালয়েশিয়া গিয়ে মানবেতর জীবনযাপন করছেন মেহেরপুরের শতাধিক যুবক। বাড়ি ফিরে আসার জন্য ফেসবুকে ভিডিও পোস্ট করে মেহেরপুরের প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন প্রতারিত প্রবাসীরা।

মেহেরপুরের বিভিন্ন গ্রামের শতাধিক যুবকের কেউ সহায়-সম্বল বিক্রি করে আবার কেউ ঋণ নিয়ে ভাগ্যের চাকা ফেরাতে দালালের মাধ্যমে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যান। ৫ মাস আগে মালয়েশিয়া গেলেও আকামা (কাজের অনুমতিপত্র) না পাওয়ায় কর্মহীন রয়েছেন তারা। ঘরবন্দি অবস্থায় খাবার পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে প্রতিদিন এসব পরিবারের বাড়ির লোকজনকে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছে বিভিন্ন পাওনাদাররা। প্রবাসে দালাল চক্রটি প্রাণনাশের হুমকিও দিচ্ছে বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান ভুক্তভোগী প্রবাসীরা। তাদের আর্তনাদের এসব ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মালয়েশিয়ায় আটকে থাকা কয়েকজন ভিডিওর মাধ্যমে জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের কেএনএফএইচ বালিকা বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আবদুল মাজেদ, হাড়াভাঙ্গা গ্রামে অবস্থিত এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ, কাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম ওরফে ন্যাড়া, কাজীপুর এলাকার মুসা কলিম ও সুরুজ, বালিয়াঘাট গ্রামের আনিসুল হক মাস্টারের ছেলে শোভনের মাধ্যমে ঢাকায় নাভিরা ও মুসা কলিম এন্টারপ্রাইজ নামের এজেন্সির মাধ্যমে টাকা দিয়ে ভালো কাজের স্বপ্ন দেখে মালয়েশিয়া গেছেন। গত ৩-৬ মাসেও দালাল চক্রের সদস্যরা কোনো কাজ দিতে পারেনি তাদের। এখন তারা খাবার ও পানি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিবাদ করলেই নির্যাতনসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতারক চক্র। প্রতারিত প্রবাসীর পরিবারের লোকজনরা জানান, সহায়সম্বল বিক্রি করে ও বিভিন্ন এনজিও থেকে লোন করে মালয়েশিয়া পাঠানো হয়। ছয় মাস হয়ে গেলেও কোনো কাজ পায়নি তারা। একটি টাকাও দেশে পাঠাতে পারেনি কেউ। এদিকে প্রতিনিয়ত এনজিও থেকে টাকার জন্য চাপ দিচ্ছে। উভয় সংকটে দিশাহারা পরিবারগুলো। এ ব্যাপারে দালাল চক্রের সঙ্গে জড়িতদের বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি, তারা সবাই গা ঢাকা দিয়েছে। মেহেরপুর পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, আমরা প্রাইমারি ইনভেস্টিগেশন শুরু করেছি। এ বিষয়ে যতদ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর