রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শেষ সময়ে উপচে পড়া ভিড়

মোস্তফা মতিহার

শেষ সময়ে উপচে পড়া ভিড়

শেষ শনিবার। শেষ ছুটির দিন। সঙ্গত কারণেই বইপ্রেমীদের ঢল নামার কথা। প্রকাশকরাও আশা করেছিলেন এমন দিনে ঢল নামবে। আর হয়েছেও তাই। সকাল ১১টায় মেলার প্রবেশদ্বার উন্মোচনের পর থেকে ভিড় বাড়তে শুরু করে। আর বিকাল ৪টায় সেই ভিড় জনসমুদ্রে রূপ নেয়। বইপ্রেমীদের ভিড়ে প্রিয় লেখকের পছন্দের বই কেনার দৃশ্যে শিল্পের সুষমা ছড়িয়ে পড়ে পুরো মেলাজুড়ে। শেষ ছুটির দিন, শেষ শনিবার ও শেষ শিশুপ্রহরের কারণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়। শুধু দর্শনার্থীরাই এদিনের মেলায় আসেনি প্রকৃত বইপ্রেমীরাও এসেছেন। প্রায় প্রতিটি স্টল ও প্যাভিলিয়নের সামনে শুধু ভিড়ই ছিল না, তাদের সবার হাতে হাতেই ছিল বই। শুক্র ও শনিবার পরপর দুই দিনের বিক্রির ধারাবাহিকতায় এবারের মেলা বিগত সব বছরের মেলার সফলতার রেকর্ড ভাঙবে বলে আশাবাদ প্রকাশ করেন বেশির ভাগ প্রকাশক। তবে এর ব্যতিক্রমও ছিল কয়েকজন প্রকাশকের ব্যবসায়। জোনাকী প্রকাশনীর স্বত্বাধিকারী মঞ্জুর হোসেন বলেন, এবারের মেলা অন্যান্যবারের তুলনায় সফলতার দিকে এগিয়ে থাকলেও শুধু মেলার বাইরে একটি বিচ্ছিন্ন অংশে ফেলাতে আমাদের এই অংশের প্রায় ৬৫ জন প্রকাশক ক্ষতিগ্রস্ত হয়েছি। অন্যদিকে এবারের মেলার অব্যবস্থাপনা নিয়ে মেলার পড়ন্ত সময়েও অভিযোগ করেছেন বেশ কয়েকজন দর্শনার্থী। অব্যবস্থাপনা ও স্টল বিন্যাসে ত্রুটি থাকাতে মেলা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মনে করেন বেশ কয়েকজন দর্শনার্থী।

কবি রাসেল আশেকীর মহাকাব্য : শান্তির প্রবেশ থেকে প্রকাশ হলো মহাজাগরণের কবি রাসেল আশেকীর মহাকাব্য সিরিজের প্রথম কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধু, কোথায় লিখব মহাকাব্য’। প্রায় ছয় মাস ধরে রাসেল আশেকীর মহাকাব্যের এই মহাপর্বটি কবি-লেখক ও বিদগ্ধ মহলে আলোচিত। কারণ, মহাকাব্যটি সুফিবাদ উত্তর আধ্যাত্মিক পরাবাস্তবতার অমূল্য সম্পদ, যা নতুন মেটাফোর, মেটাফিজিক্স ও স্ট্রিংতরঙ্গের খনি, মানুষ নামের অন্তরগ্রহের জাগরণী এবং অন্তরশিল্পের শিল্পভূমি। মহাকাব্যজুড়ে যার সদর দরজা উন্মোচন করেছেন স্বয়ংকবি। যেখানে বঙ্গবন্ধু এসেছেন নতুন রূপে নতুনতর মাত্রায়। সেই সঙ্গে হৃদয় প্রজ্ঞায় এসেছে আসল মানুষ ও প্রেম-প্রশান্তির দাওয়াই। বইটি পাওয়া যাচ্ছে পাঠক সমাবেশে। প্রচ্ছদ এঁকেছেন ধ্রব এষ। মূল্য ৩০০ টাকা। কাব্যগ্রন্থটি বইমেলায় কবিতা পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। তানিয়া শারমিনের ‘ভিন্ন ভিন্ন রোগের উপযোগী খাবারের রেসিপি’ : অন্বেষা প্রকাশনী থেকে এবারের বইমেলায় এসেছে রন্ধনশিল্পী তানিয়া শারমিনের রান্না বিষয়ক বই ‘ভিন্ন ভিন্ন রোগের উপযোগী খাবারের রেসিপি’। ২৭টি রোগের উপযোগী করে ১৫০টি রেসিপি সংবলিত এই বইটির নিবেদনে রয়েছে বসুন্ধরা গুঁড়া মসলা। বিশেষজ্ঞ চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে সেই সঙ্গে বিভিন্ন নিরীক্ষা করেই রেসিপি সাজিয়েছেন লেখক। এটি লেখকের সপ্তম বই। পাওয়া যাচ্ছে অন্বেষা প্রকাশনের ২৭ নম্বর প্যাভিলিয়নে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর