রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিএসএফ হস্তান্তর করল কিশোরের গলা কাটা লাশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কানাইঘাটের এক কিশোরের গলা কাটা লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বিজিবির মাধ্যমে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন কানাইঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন। নিহত মাসুম আহমদ (১৫) কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে। কিশোর মাসুমের মামা জহির উদ্দিন জানান, ‘১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত সীমান্তবর্তী বাদশা বাজারে দেখা গেছে মাসুমকে। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুমের লাশ ভারত সীমান্তের অভ্যন্তরে পড়ে আছে বলে এলাকায় গুঞ্জন রটে। খবর পেয়ে বিষয়টি বিজিবিকে জানানো হয়। বিজিবির মাধ্যমে অবগত হয়ে বিএসএফ শুক্রবার লাশটি উদ্ধার করে ফেরত দেয়। তবে মাসুম নিখোঁজ হলো কীভাবে, কারা তাকে খুন করল এ সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।’ কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিজিবির মাধ্যমে বিএসএফ মাসুমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। মাসুম ভারতে অনুপ্রবেশ করেছিল। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।

 

সর্বশেষ খবর