বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ছয় অবৈধ হাসপাতালে তালা

♦ শাস্তির আওতায় আসছে আরও ১২টি ক্লিনিক-হাসপাতাল ♦ দুটি লাইসেন্স নেই দুটি মানহীন দুটিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক

ছয় অবৈধ হাসপাতালে তালা

রাজধানীজুড়ে অবৈধ লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল ১৮টি হাসপাতাল পরিদর্শন করে ছয়টিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ১২টিতেও রয়েছে বিভিন্ন সমস্যা। এগুলোকে শাস্তির আওতায় আনা হবে বলে জানা গেছে।

অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গতকাল আমরা রাজধানীর বিভিন্ন এলাকার ১৮টি হাসপাতাল পরিদর্শন করেছি। এর মধ্যে দুটির লাইসেন্স নেই, দুটি মানহীন এবং দুটি গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ছয়টি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য ১২টি হাসপাতালেও সেবার মান, যন্ত্রপাতি, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি রয়েছে। এদেরও শাস্তির আওতায় আনা হবে। বুধবার আমরা অফিস আদেশের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানিয়ে দেব। অবৈধ হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনার অভিযোগের পর লাইসেন্সবিহীন হাসপাতাল নিয়ে আলোচনা শুরু হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল এ হাসপাতাল। এর মধ্যেই গত সপ্তাহে মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে আরেক শিশু আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শুরু হয় তোলপাড়। এরপর উঠে আসে সেই একই ঘটনা, লাইসেন্স ছিল না এই হাসপাতালটিরও। এরপরই অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর