বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শপথ নিলেন ৫০ সংরক্ষিত এমপি

নিজস্ব প্রতিবেদক

শপথ নিলেন ৫০ সংরক্ষিত এমপি

স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল জাতীয় সংসদে সংরক্ষিত আসনের এমপিদের শপথ বাক্য পাঠ করান -পিআইডি

শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্য। গতকাল বিকাল ৩টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথ বাক্য পাঠ করান। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, হুইপ আবু সাঈদ স্বপন, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমলসহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন, পরে জাতীয় পার্টির দুজন শপথ নেন। শপথের পর রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম। নবনির্বাচিত নারী এমপিরা গতকাল শপথ শেষে পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেন। এর আগে সংসদ ভবনে আইডি কার্ডের জন্য নিজেদের ছবি তোলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর মঙ্গলবার নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়। 

উল্লেখ্য যে, শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে ফজিলাতুন নেসা ইন্দিরা, ফরিদুর নাহার লাইলী, তারানা হালিম, ওয়াসিকা আয়শা খান, বেগম মুন্নুজান সুফিয়ান, ফরিদা ইয়াসমিন, মেহের আফরোজ, অ্যারোমা দত্ত, শবনম জাহান, শাম্মী আহমেদ, নাহিদ ইজাহার খান, অপরাজিতা হক, নাজমা আকতার, জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, ডা. রোকেয়া সুলতানা, সানজিদা খানম, কোহেলী কুদ্দুস মুক্তিসহ ৪৮ জন এবং দ্বিতীয় ধাপে জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে সালমা ইসলাম ও মোছা. নুরুন নাহার বেগম শপথ গ্রহণ করেন।

শপথ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে আমরা কার্যকরী ভূমিকা রাখব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে তুলে আনতে কাজ করব। এ ছাড়াও সাংবাদিকদের সমস্যা, সংকট সমাধানে সংসদে ভূমিকা রাখব। ‘নারী সংসদ সদস্যরা কাজ করতে পারে না’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী-পুরুষ বলে কোনো কথা নেই। এটা ব্যক্তির ওপর নির্ভর করে। কাজের মাধ্যমে তা প্রমাণ দিতে চাই। সরকারি দলের আরেক সংসদ সদস্য নাজমা আকতার বলেন, আওয়ামী লীগই একমাত্র সংগঠন, যার তিনটি নারী সংগঠন রয়েছে। আমি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করেছি। নারীর ক্ষমতায়নে কাজ করেছি। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যা যা করণীয় সেই ভূমিকা রাখতে চাই। 

আরেক সংসদ সদস্য অপরাজিতা হক বলেন, যেসব নারী এখনো সমাজে পিছিয়ে আছে তাদের কল্যাণে কাজ করতে চাই। তাদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন করে মূল স্রোতধারায় নেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর