শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

সাজা খাটা ১৫৭ বিদেশিকে ফেরত পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে এসে বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে সাজা খাটার মেয়াদ শেষ হওয়ার পরেও অনেক বিদেশি এখনো দেশের কারাগারগুলোতে রয়েছেন। চিহ্নিত এমন ১৫৭ জন বিদেশিকে অবিলম্বে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

গতকাল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আদালতের কাছে বাংলাদেশের কারাগারে থাকা এসব বিদেশিদের চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করে কারা অধিদফতর। উপস্থাপিত প্রতিবেদন থেকে জানা যায়, কারাবন্দিদের মধ্যে ১৫০ জন ভারতের, পাঁচজন মিয়ানমারের এবং একজন করে পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। এর মধ্যে ১৯ জন নারীও রয়েছেন। কারাবন্দি এই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ‘দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২’, ‘পাসপোর্ট আইন, ১৯৫২’ এবং ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ আইনের মামলা হয়েছিল। আদালতে রাষ্ট্রপক্ষ বলছে, সাজা খাটা শেষ হলেও অন্য দেশের নাগরিক হওয়ায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে একটি প্রক্রিয়ার মধ্যে এসব ব্যক্তিদের নিজ দেশে প্রত্যাবাসন করতে হয়। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়া সম্ভব নয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর