শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা
ঢাকায় কেন এত আগুন

অগ্নিদুর্ঘটনার তিন কারণ

আদিল মোহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক

অগ্নিদুর্ঘটনার তিন কারণ

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেছেন, রাজধানীতে অগ্নিদুর্ঘটনার জন্য মূলত তিনটি কারণ রয়েছে। এগুলো ভবন মালিক, ভবন ডিজাইনার ও তদারকি সংশ্লিষ্ট সংস্থা। এই তিনটি স্টেকহোল্ডার যদি ঠিক থাকত তাহলে নির্মাণে ত্রুটি থাকত না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আদিল মোহাম্মদ বলেন, ভবন মালিকরা বেশি লাভের আশায় একটু জায়গাও খালি রাখে না। পুরো ভবনটি তারা বিভিন্নভাবে ব্যবহারে রাখে। একটু কম লাভ ও নিরাপদ ভবন নির্মাণে মালিকরা চিন্তা করেন না। যেহেতু ভবন ভাড়া দিয়ে অনেক টাকা পান, সেজন্য অন্তত নিরাপদ ভবন নির্মাণের চিন্তা করা উচিত। দ্বিতীয়ত, ভবন নির্মাণে পেশাজীবী যারা জড়িত, তারা কি নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছেন? ভবনে ফায়ার এক্সিট, পর্যাপ্ত সিঁড়িসহ আনুষঙ্গিক বিষয়গুলো তারা দিচ্ছেন কী? ভবন মালিকের স্বার্থে পেশাজীবীরা যেনতেন ভবনের ডিজাইন করে দিচ্ছেন। তৃতীয়ত, নগরের তদারকি সংস্থা অন্যতম দায়ী। কারণ ভবন মালিক ও ভবন ডিজাইনাররা যে কাজ করছেন সেগুলো সঠিক উপায়ে তদারকি করতে সংস্থা রয়েছে। সে সংস্থাগুলো কী করছে? এখন পর্যন্ত কোনো ভবন মালিক ও ভবন ডিজাইনারকে শাস্তি দিতে আমরা দেখিনি। যদি এদের কাউকে শাস্তি দেওয়া হতো তাহলে এই ঘটনাগুলো নিয়ন্ত্রণে থাকত।

 

 

সর্বশেষ খবর