শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ফেরা হলো না আতাউর রহমান শামীমের

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

ফেরা হলো না আতাউর রহমান শামীমের

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করা অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের আর ফেরা হলো না। বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম। গতকাল বিকালে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাজারের শ্রীপুরে তার লাশ এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন দলীয় নেতা-কর্মী, আত্মীয়স্বজনসহ এলাকার লোকজন। আতাউর রহমান শামীম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নির্বাচন করেছিলেন। তবে নির্বাচিত হতে পারেননি। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দফতর সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চা করতেন শামীম। তার সম্পাদনায় সাপ্তাহিক ‘গণবাংলা’ নামে নিউইয়র্ক থেকে একটি পত্রিকা বের হতো। ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্মসম্পাদক ছিলেন তিনি। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে একজনকে সঙ্গে নিয়ে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে যান তিনি। পাঁচ মিনিটের মাথায় ওই রেস্টুরেন্টের নিচের দিক থেকে কালো ধোঁয়া ও আওয়াজ শুনতে পান। এর পরপরই তারা নিচে নামতে চাইলে কালো ধোঁয়ায় রাস্তা হারিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকেন। এ সময় ভিড়ের মধ্যে শামীম হারিয়ে যান। তার সঙ্গে থাকা নুরুল আলম প্রাণে বেঁচে যান। রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবন থেকে শামীমের লাশ উদ্ধার করেন। গতকাল বিকালে কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে শামীমের প্রথম জানাজা ও সন্ধ্যায় গ্রামের বাড়ি শ্রীপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহীদ এমপি, সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, শফিউল আলম চৌধূরী নাদেল এমপি ও মো. জিল্লুর রহমান এমপি।

 

সর্বশেষ খবর