শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ছাত্রদলের নেতৃত্বে রাকিবুল-নাছির

ঢাবিতে গণেশ-শিপন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে রাকিবুল ইসলাম সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ঢাবি শাখায় গণেশ চন্দ্র রায় সাহস সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদুজ্জামান শিপন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কেন্দ্রীয় ছাত্রদলের নতুন সভাপতি রাকিবুল ইসলাম সংগঠনের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নবনিযুক্ত সাধারণ সম্পাদক নাছির উদ্দীন একই কমিটির সহসভাপতি ছিলেন। ঢাবির দায়িত্ব পাওয়া গণেশ চন্দ্র রায় সাহস ও নাহিদুজ্জামান শিপন দুজনই সদ্য বিলুপ্ত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রিজভী আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রদলের সাত সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে রাকিবুল ইসলাম সভাপতি এবং নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক, মো. জাহাঙ্গীর আলম দফতর সম্পাদক এবং শরিফ প্রধান শুভকে প্রচার সম্পাদক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক রিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ঢাবি শাখা ছাত্রদলের সাত সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহস সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া মাসুম বিল্লাহ সিনিয়র সহসভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিক সহসভাপতি, নাছির উদ্দীন শাওন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূরে আলম ভূঁইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

সর্বশেষ খবর