শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পুলিশি বাধায় বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ। গতকাল বেলা ১১টায় উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার বলেন, রাজনৈতিক মামলায় কারাগার থেকে সম্প্রতি মুক্তি পাওয়া নেতা-কর্মীদের সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিনুল ইসলাম সরকারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান শুরুর কিছু সময় পর মাওনা ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লার নেতৃত্বে একদল পুলিশ এসে অনুষ্ঠানে বাধা দেয়। পরে উপস্থিত নেতারা পুলিশের বাধার মধ্যেও অনুষ্ঠানস্থলে অবস্থান করেন। এক পর্যায়ে পুলিশের বাধায় তারা অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বাধ্য হন। তিনি আরও বলেন, নেতা-কর্মীদের সংবর্ধনার অনুষ্ঠানটি দুবার স্থান পরিবর্তন করে তৃতীয়বারের মতো আমার নিজ বাড়িতে আয়োজন করেছিলাম। সেখানেও পুলিশ বাধা দিয়েছে। কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, কারাবরণ করা বিএনপি নেতা-কর্মীদের নিয়ে পারিবারিক পরিবেশে শান্তিপূর্ণ আয়োজন করা হয়েছিল। সেখানেও পুলিশ লাঠিসোঁটা নিয়ে বিনা উসকানিতে বাধা দেয়। অনেক আগেই গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, আজকে এ বাধার মাধ্যমে প্রমাণিত হলো এ দেশে বিএনপির নেতা-কর্মীদের একত্রে বসার অধিকারটুকুও আর রইল না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. শহিদুজ্জামান ও অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মশিউর রহমান টিটু, যুবদল নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিএনপি নেতা এবিএম হাসান, শাহজাহান মোড়ল, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিবুল বেপারী, জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম সরকার প্রমুখ। এ বিষয়ে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা বলেন, সদ্য কারামুক্তি পাওয়া বিএনপি নেতা-কর্মীদের একটি সংবর্ধনার আয়োজন চলছিল। খবর পেয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর