রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

স্বামীকে হত্যা করে থানায় হাজির স্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে স্বামীকে বঁটি দিয়ে কুপিয়ে শ্বাসরোধে হত্যার পর থানায় হাজির হলেন স্ত্রী। শুক্রবার রাত ৮টার দিকে স্বামীর মৃত্যু নিশ্চিত হওয়ার পরে থানায় গিয়ে স্ত্রী জিনিয়া ইসলাম (১৮) আত্মসমর্পণ করেন। এর আগে বিকাল ৫টার দিকে পটুয়াখালী পৌর সভার কলাতলা আকন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. রাকিব ইসলাম (২০) শহরের কলাতলার নজরুল ইসলামের ছেলে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মঈনুল হাসান বলেন, গত কোরবানির ঈদের আগে শহরের কলাতলা আকন বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে মো. রাকিব ইসলামের (২০) সঙ্গে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের জুয়েল আকনের মেয়ে জিনিয়া ইসলামের  (১৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে রাকিব বেকার ছিলেন। পরে পারিবারিক কলহের জেরে প্রায়ই রাকিব স্ত্রী জিনিয়াকে মারধর করতেন। সম্প্রতি স্ত্রী পরকীয়া করছে এমন সন্দেহে তাদের মধ্যে ঝগড়া-ঝাঁটি লেগেই থাকত। একপর্যায়ে জিনিয়া তার বাবার বাড়ি চলে যায়। শুক্রবার দুপুরে রাকিব তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিয়ে আসেন। আসার পথেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিকালে রাকিব ঘুমাতে গেলে ধারালো বঁটি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর আহত করেন। এতে অজ্ঞান হলে রাকিবের গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন স্ত্রী। পরে রাত ৮টায় স্ত্রী জিনিয়া পটুয়াখালী সদর থানায় হাজির হয়ে স্বামীকে হত্যার বিষয়টি জানালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মঈনুল হাসান আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা অধিকতর তদন্তে বেরিয়ে আসবে।

সর্বশেষ খবর