সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ভারতে বেকার সংখ্যা বাংলাদেশ ও ভুটানের চেয়েও বেশি : রাহুল

কলকাতা প্রতিনিধি

ভারতে বেকার সংখ্যা বাংলাদেশ ও ভুটানের চেয়েও বেশি : রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের বেকারত্ব পাকিস্তান, বাংলাদেশ এবং ভুটানের চেয়েও বেশি। এর কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনব্যবস্থা। রাহুলের অভিমত, নরেন্দ্র মোদির নীতির কারণেই ভারতে ক্ষুদ্র ব্যবসা কার্যত শেষ হয়ে গেছে।

গতকাল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ‘ভারত জোড়ো’ যাত্রায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এই কংগ্রেস নেতা আরও বলেন, গত ৪০ বছরে দেশে বর্তমানে সবচেয়ে বেশি বেকারত্ব তৈরি হয়েছে।

পাকিস্তানের তুলনায় ভারতে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। বাংলাদেশ এবং ভুটানের তুলনায় আমাদের বেকার যুবকদের সংখ্যা বেশি। তার কারণ, নরেন্দ্র মোদি নোট বাতিল এবং জিএসটি প্রয়োগ করে ছোট ব্যবসাকে একেবারে শেষ করেছেন। ২০২২ সালের বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী, ভারতের যুব বেকারত্বের হার ২৩.২২ শতাংশ দাঁড়িয়েছে। পাকিস্তানে বেকারত্বের হার ১১.৩ শতাংশ এবং বাংলাদেশে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১২.৯ শতাংশ। সামাজিক অন্যায়ের বিষয়টিও উত্থাপন করেন রাহুল। তিনি বলেন, পিছিয়ে পড়া সম্প্রদায়, উপজাতির মানুষ এবং দলিতরা সম্মিলিতভাবে মোট জনসংখ্যার ৭৩ শতাংশ, তবুও বড় সংস্থাগুলোতে তাদের প্রতিনিধিত্ব নগণ্য।

সর্বশেষ খবর