শিরোনাম
মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

ফেব্রুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধি ১২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসেও রপ্তানি আয় বেড়েছে। তবে সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা পূরণ হয়নি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৫১৮ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় এসেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১২ দশমিক ৪ শতাংশ বেশি। আগের বছরের ফেব্রুয়ারিতে ৪৬৩ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় এসেছিল। সংশ্লিষ্টরা বলছেন, মাসভিত্তিক হিসেবে রপ্তানি আয় বাড়লেও কৌশলগত লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। ইউরোপ-আমেরিকায় চাহিদা কমায় রপ্তানির পরিমাণ কমছে। তবে জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে রপ্তানি বাড়ছে যা ইতিবাচক। চলতি অর্থবছরে ৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে জুলাই-ফেব্রুয়ারি প্রান্তিকে কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১১১ কোটি ডলার। আলোচ্য সময়ে প্রকৃত রপ্তানি আয়ের পরিমাণ হচ্ছে ৩ হাজার ৮৪৫ কোটি মার্কিন ডলার। সরকারের লক্ষ্যের তুলনায় প্রায় ২৬৬ কোটি মার্কিন ডলার বা ৬ দশমিক ৪ শতাংশ কম। লক্ষ্য পূরণ না হলেও আগের বছরের তুলনায় রপ্তানি আয়ের ধারা এখনো ইতিবাচক অবস্থানে রয়েছে। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি প্রান্তিকে রপ্তানি প্রবৃদ্ধি গত বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি। আলোচ্য সময়ে নিট পোশাক, প্লাস্টিক, কাগজ ও কাগজ পণ্য, সিমেন্ট, ইলেকট্রিক পণ্য, চামড়া, ঔষধ, চা, ফলমূলসহ ২০ পণ্য খাতে রপ্তানি বাড়লেও ওভেন পোশাকসহ প্রায় ২১টি খাতে আয় কমে গেছে। আয় কমছে এমন খাতগুলোর মধ্যে রয়েছে ওভেন পোশাক, ক্যাপ সিরামিক পণ্য, ফার্নিচার, চিংড়ি মাছ, বাইসাইকেল, প্রকৌশল যন্ত্রাংশ, পেট্রোলিয়াম বাই প্রোডাক্টস, টেরি টাওয়েল, হোম টেক্সটাইল, চামড়ার জুতা, কাঁচা পাট ইত্যাদি।

সর্বশেষ খবর