বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শ্রম আইন মানোন্নয়নের আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গভীরতর করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২৪ সালের বাণিজ্য নীতি এজেন্ডায় এ আহ্বান জানানো হয়েছে। গত ১ মার্চ প্রকাশিত জো বাইডেনের বাণিজ্য নীতি এজেন্ডা এবং ২০২৩ সালের কংগ্রেসকে দেওয়া প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সব দেশের প্রতি এই আহ্বান জানানো হয়। ২০১৩ সালে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহার হওয়ার পর শ্রমিকদের সুরক্ষা ও অধিকার উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে বাণিজ্য নীতি এজেন্ডায় বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গত এক দশকে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও যুক্তরাষ্ট্র বরাবর বাংলাদেশকে আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় করে শ্রম আইন প্রণয়নের তাগিদ দিয়েছে।

প্রতিবেদনে আহ্বান জানানো হয়েছে, দেশের শ্রম আইন সংস্কার করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলের কারখানাগুলোতে সংগঠন করার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকার দেওয়া হোক। সেই সঙ্গে প্রয়োজন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ।

সর্বশেষ খবর