বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঘুষ হয় না, হলফ করে কেউ বলতে পারবে না

নুর মোহাম্মদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক

ঘুষ হয় না, হলফ করে কেউ বলতে পারবে না

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) ঘুষ লেনদেন হয় না এ কথা কেউ শতভাগ হলফ করে বলতে পারবে না বলে মন্তব্য করেছেন সরকারি সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। গতকাল বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। পরিবহন খাত থেকে বিআরটিএ’র ঘুষবাণিজ্য নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনের প্রতিবাদ জানাতে গতকাল ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টিআইবির গবেষণায় দাবি করা হয়, বাস-মিনিবাসের মালিকদের কাছ থেকে বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীরা বছরে ৯০০ কোটি টাকা নিয়মবহির্ভূতভাবে আদায় করেন। টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, টিআইবির প্রতিবেদন অনুমাননির্ভর, অসত্য ও উদ্দেশ্যমূলক। বিআরটিএ কিংবা মন্ত্রণালয়ে কোনো মৌখিক, লিখিত অভিযোগসহ কোনো তথ্য না থাকা সত্ত্বেও তারা অসত্য প্রতিবেদন তৈরি করেছে। বিআরটিএসহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। বিআরটিএতে ঘুষ-দুর্নীতি হয় না দাবি করে তিনি বলেন, বিআরটিএ’র সেবাগুলো ডিজিটাল হয়ে যাওয়ায় সশরীর অফিসে যেতে হয় না। তাই ঘুষ-দুর্নীতির সুযোগ নেই। এটা তাদের একটা গোঁজামিল রিপোর্ট। তারা এ ৯০০ কোটি টাকার হিসাব কোথায় পেল? এখানে তথ্যপ্রমাণটা কী? সুনির্দিষ্ট তথ্যপ্রমাণসহ তারা আমাদের কাছেও আসতে পারত। আমরা সেভাবে ব্যবস্থা নিতাম। এখানে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিই না, দেব না।

সর্বশেষ খবর