বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

চাঁদাবাজি নিয়ে টিআইবির প্রতিবেদন আজগুবি

খন্দকার এনায়েতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি নিয়ে টিআইবির প্রতিবেদন আজগুবি

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেছেন, পরিবহনে চাঁদাবাজি নিয়ে টিআইবি যে প্রতিবেদন তৈরি করেছে, সেটি সম্পূর্ণ আজগুবি। এত হাজার কোটি টাকা চাঁদাবাজি কীভাবে হয়, সেটি নিয়ে পরিষ্কার কোনো তথ্য প্রতিবেদনে নেই। বিষয়টি নিয়ে তারা মালিক সমিতির কারও সঙ্গে কোনো কথাও বলেননি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে খন্দকার এনায়েতুল্লাহ বলেন, আমাদের নির্ধারিত সাবস্ক্রিপশন ছাড়া সংগঠন বা মালিকদের পরিচালনা করতে যেটুকু টাকার দরকার তার চেয়ে বেশি আদায় করা নিষেধ। পরিবহনে কেউ চাঁদাবাজি করেছে, এমন তথ্য পেলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি। কোথাও কোথাও আমরা পুলিশকেও সরাসরি জানাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। টিআইবির প্রতিবেদনকে মনগড়া উল্লেখ করে তিনি বলেন, ট্রাকে বাস থেকে রাত্রিবেলায় যেসব টাকা তোলা হয়, সেগুলো হলো সিটি করপোরেশনের টোল। যারা চাঁদাবাজ তারা নিজেদের সুবিধার জন্য রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে। এদের শাস্তির আওতায় আনা হোক এটি আমাদেরও দাবি।

সর্বশেষ খবর