শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে কুপিয়ে হত্যা দুই তরুণকে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর ও মুগদায় দুই তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন মো. শান্ত (১৮) ও পিয়াস ইকবাল (২৩)। এর মধ্যে শ্যামপুরে পূর্বশত্রুতার জেরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে মো. শান্তকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোসাইন (২২) নামে আরেক তরুণ আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। হোসাইনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা মো. রাব্বি জানান, সন্ধ্যায় শ্যামপুর ধোলাইপাড় ফুটওভার ব্রিজের নিচে পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতপরিচয়ব্যক্তি তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শান্ত কুমিল্লার দেলোয়ার হোসেনের ছেলে। পশ্চিম ধোলাইপাড়ে থাকতেন। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। তার বাবার ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ রয়েছে। হোসাইন মুদি দোকানি। ধোলাইপাড়ের আলী হোসেন সড়কে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড। এদিকে, ফোন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর উত্তর মুগদায় পিয়াস ইকবাল (২৩) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শামীম (২৪) নামে তার এক বন্ধু। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তর মুগদা লিটল অ্যাঞ্জেল গলিতে হামলার শিকার হন পিয়াস ও শামীম। গতকাল ঢামেকসূত্র জানান, গুরুতর অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাত ১২টায় মারা যান পিয়াস। পিয়াসের বাবার নাম ইকবাল হোসেন। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। তারা উত্তর মুগদায় থাকেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারই পরিচিত এবং কয়েক বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাসার কাছে লিটল অ্যাঞ্জেল গলিতে তাকে ও তার বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, পিয়াসের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শামীম চিকিৎসাধীন। মোবাইল ফোন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি মুগদা থানা পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ খবর