শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ছুটির দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা থেকে টিপুরদী পর্যন্ত ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। যানবাহনের অতিরিক্ত চাপে গতকাল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে পর্যায়ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হয়। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরেজমিন দেখা যায়, যানবাহনের অতিরিক্ত চাপে টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীদের দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করতে হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেওয়া নাজমুল আলম প্রিন্স নামে এক প্রাইভেট কারের যাত্রী জানান, কুমিল্লা দেবিদ্বার উপজেলা সুবীল ইউনিয়নের বুড়ীরেপার গ্রামে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছি। সেই ভোরে রওনা দিয়েছি। এখন সকাল ৯টা বাজে। কাঁচপুর ব্রিজে আটকে আছি।

আলাউদ্দিন নামে এক বাসযাত্রী জানান, ব্যবসায়ের কাজে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে শিমরাইল থেকে বাসে উঠেছিলান। ২০ মিনিটে টিপুরদী এসে যানজটে আটকে এক ঘণ্টায়ও মেঘনা টোলপ্লাজা পার হতে পারিনি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। যানবাহনের চাপের কারণে মেঘনা টোল আদায়ে বিলম্ব হচ্ছে। ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি পর্যায়ক্রমে স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর