সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কয়েক কিলোমিটারজুড়ে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি

কয়েক কিলোমিটারজুড়ে আগুন

কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক পানের বরজ ও আবাদি ফসল। কয়েক কিলোমিটারজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। গতকাল রাইটা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এলাকাবাসী জানায়, গতকাল বেলা ১১টার দিকে রাইটা পাথরঘাটার একটি পানের বরজে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, এলাকাটি চরাঞ্চল ও পানির সংকট ছিল। ফায়ার সার্ভিসের উপপরিচালক রফিকুজ্জামান বলেন, ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আবদুর রকিব পিপিএম (বার) বলেন, এটা কোনো অঘটন নাকি নাশকতা, সব বিষয় মাথায় রেখে পুলিশ তদন্ত শুরু করেছে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ বলেন, ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে। বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর