শিরোনাম
মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাম জোটের জ্বালানি মন্ত্রণালয় অভিমুখী বিক্ষোভে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক

বাম জোটের জ্বালানি মন্ত্রণালয় অভিমুখী বিক্ষোভে পুলিশি বাধা

বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় -বাংলাদেশ প্রতিদিন

বিদ্যুতের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে পল্টন মোড়ে এলে মিছিলে বাধা দেওয়ার এ ঘটনা ঘটে। পরে পল্টন মোড়েই সমাবেশ করেন তারা। এ সময় বাম জোটের নেতারা শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা ও দুর্ব্যবহারের তীব্র নিন্দা জানান। তারা বলেন, আমরা বিদ্যুতের দাম কমানোর যৌক্তিক দাবিতে জ্বালানি মন্ত্রণালয়ে যেতে চেয়েছিলাম। বাধা দিয়ে প্রকারান্তরে জনগণের দাবির প্রতি অবহেলা করা হলো। তারা পুলিশের উদ্দেশে বলেন, জনগণের দাবির মিছিল না ঠেকিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন। বিদ্যুৎ লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যাদের নীতির কারণে আজ বিদ্যুৎ খাত জনগণের এবং জাতীয় অর্থনীতির গলার কাঁটায় পরিণত হয়েছে তাদের গ্রেফতার করুন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। বাম নেতারা বলেন, ইতোমধ্যেই বরেন্দ্র অঞ্চলে পানির বিল ঘণ্টাপ্রতি ৩০ টাকা বেড়ে গেছে, আরও বাড়বে বলে জানানো হয়েছে। ক্ষুদ্রশিল্প সংকটের মুখে পড়েছে। জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী। সমাবেশ পরিচালনা করেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর