মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অবৈধ হাসপাতাল-রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান চলছেই

মোহাম্মদপুরে রেস্টুরেন্টে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন রেস্টুরেন্টের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। র‌্যাব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন ১৪ লাখ ১০ হাজার টাকা। গতকাল অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাব। একই সঙ্গে রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন মোহাম্মদপুরে কেএফসি, মুঘল এম্পায়ার, নবাবী ভোজ ও নূর আলী টাওয়ারে। র‌্যাব-৩ জানায়, গতকাল দুপুর ২টা থেকে রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু হয়। এ সময় সীমান্তিক ক্লিনিকের মালিক সামসুদ্দীনের কাছ থেকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ল্যাব টেকনিশিয়ান মাহবুব আলমের কোনো প্রকার শিক্ষাগত সনদ না থাকায় সাত দিনের কারাদ দেওয়া হয়। পিপলস্ হসপিটালের   মালিক মনোয়ারুল হকের কাছ থেকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া মুগদার ফ্রেন্ডস কেয়ার হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের মালিক শফিকুর রহমান এবং সাকুর আহমেদের কাছ থেকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই এলাকার সুরাইয়া হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের মালিক সিরাজুল ইসলামের কাছ থেকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে রাজউকের ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরে কেএফসি, মুঘল এম্পায়ার, নবাবী ভোজ ও নূর আলী টাওয়ারে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছেন। নকশা বহির্ভূত স্থাপনা, আগুনের ঝুঁকিসহ নানা অনিয়মের দায়ে তাদের এ জরিমানা করা হয়। একই সঙ্গে ত্রুটি সংশোধনে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। রাজউক জানায়, মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড়ের নকশা অনুযায়ী অবকাঠামো তৈরি না করায় এবং ফায়ার এক্সিট ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নবাবী ভোজ ও নূর আলী টাওয়ারকে যৌথভাবে ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাজমহল রোডের কেএফসিতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোর আর কোনো সনদই নেই তাদের। একই ভবনের মুঘল এম্পায়ার নামের আরও একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভেঙে দেওয়া হয় বেসমেন্টে অবৈধভাবে নির্মাণ করা দোকান ও সিঁড়িও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর