শিরোনাম
মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ওপেনহাইমারের বাজিমাত, অস্কার উঠল যাদের হাতে

প্রতিদিন ডেস্ক

ওপেনহাইমারের বাজিমাত, অস্কার উঠল যাদের হাতে

সব অনুমান সত্যি করে অস্কার মঞ্চে ঝড় তুলেছে ‘ওপেনহাইমার’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ‘ম্যানহাটন প্রজেক্টের’ প্রধান বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত এ সিনেমা জিতে নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার।

রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস-অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ছিল ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানের এ সিনেমার জয়জয়কার।

নোলান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। অভিনেতা কিলিয়ান মার্ফি পেয়েছেন সেরা অভিনেতার অস্কার।

এ ছাড়া পার্শ্ব-অভিনেতা শাখায় রবার্ট ডাউনি জুনিয়র জিতে নিয়েছেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব-অভিনেতা ছাড়াও সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, সেরা মৌলিক সুর মিলিয়ে সাতটি অস্কার জমা হয়েছে ‘ওপেনহাইমার’-এর ঝুলিতে। মনোনয়নে এ সিনেমাটি জায়গা করে নিয়েছিল মোট ১৩ শাখায়।

এবারের আসরে সেরা অভিনেত্রী হয়েছেন এমা ওয়াটসন। ‘পুওর থিংস’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর