শিরোনাম
বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সিন্ডিকেট করে সরকারের আশীর্বাদপুষ্টরাই

ড. মইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

সিন্ডিকেট করে সরকারের আশীর্বাদপুষ্টরাই

বিশিষ্ট অর্থনীতিবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেছেন, এ সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণের প্রত্যাশা করা মোটেও ঠিক নয়। সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টাও করে না। কেননা সরকারের আশীর্বাদপুষ্ট লোকেরাই তো বাজারের নিয়ন্ত্রক। তারাই বাজারে সিন্ডিকেট করে দাম ওঠানামা করেন। এখান থেকে আবার সরকার সংশ্লিষ্ট লোকেরাই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পবিত্র রমজান মাসেও বাজারে অরাজকতা কেন, এটা কীভাবে থামানো যেতে পারে- এ প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন তিনি। একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত এই অর্থনীতিবিদ বলেন, এ সরকার ব্যবসায়ীদের সরকার। অসৎ ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত হয়ে এ সরকার তাদেরই সুযোগ-সুবিধা দিয়ে আসছে। এ সরকার তো জনগণের সরকার নয়। এ সরকার হলো অসৎ ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার সরকার। ফলে এখানে জনগণের প্রত্যাশার কোনো প্রতিফলন দেখতে পাওয়া যাবে না। তিনি বলেন, যেখানে বাজারের সিন্ডিকেট ভাঙতে কঠোর মনিটরিং থাকা দরকার সেখানে তো কোনো মনিটরিংই নেই। বরং এ সিন্ডিকেট চক্রকেই অগ্রাধিকার দেওয়া হয়। একই সঙ্গে তাদের ইচ্ছামতো মুনাফা করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। এ ছাড়া লোক দেখানো কিছু অভিযান ছাড়া আর কোনো কার্যক্রমও তো নেই। ফলে বাজার নিয়ন্ত্রণে আসবে না এটাই তো স্বাভাবিক। সরকারের কাছে এমন প্রত্যাশাও করা ঠিক নয় বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর