বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রোগীর মৃত্যুতে হামলা ভাঙচুর

ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে

জামালপুর প্রতিনিধি

রোগীর মৃত্যুতে হামলা ভাঙচুর

জামালপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে হামলা ও ভাঙচুর হয়েছে। মৃত রোগীর স্বজনদের হামলায় চিকিৎসক আহতের ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্নরা। এই ঘটনায় মৃত রোগীর ছেলেকে আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোমবার মধ্যরাতে জামালপুর পৌর এলাকার রশিদপুর গ্রামের গুল মাহমুদকে অসুস্থ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোগীকে মেডিসিন ওয়ার্ডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা চিকিৎসকের ওপর চড়াও হয়। এ সময় অন্য ওয়ার্ড থেকে ইন্টার্ন চিকিৎসকরা এলে তাদের ওপরও স্বজনরা হামলা চালায় এবং চিকিৎসকদের কক্ষ ভাঙচুর করে। এতে ইন্টার্ন চিকিৎসক ডা. মঞ্জুরুল হাসান জীবন, ডা. ফাহমিদুল ইসলাম ফাহাদ ও ডা. তুষার আহমেদ আহত হয়। এদিকে অভিযুক্তদের গ্রেফতার এবং ইন্টার্নদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা। এই ঘটনায় হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরে দুপুরে গুল মাহমুদের ছেলে হায়দার হাসপাতালে তার বাবার লাশ আনতে গেলে পুলিশ তাকে আটক করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, মৃত রোগীর দুই ছেলেসহ স্বজনরা কর্তব্যরত চিকিৎকদের ওপর হামলা চালায় এবং হাসপাতালে ভাঙচুর করে। ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও সিনিয়ররা হাসপাতালের সেবাদান অব্যাহত রেখেছেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি, ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর