বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

উত্তরা কাঁচাবাজারে আগুনে পুড়ে ছাই ১৬ দোকান

নিজস্ব প্রতিবেদক

উত্তরা কাঁচাবাজারে আগুনে পুড়ে ছাই ১৬ দোকান

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারে আগুন লেগে পুড়ে গেছে ১৬টি দোকান। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবরে সেখানে ছুটে যান দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি। মার্কেটে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিভানো সম্ভব হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ঢাকা জোন-৩) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। যেসব দোকানে আগুন লেগেছিল, সেগুলো খুব পাতলা টিনের ছিল। কাঁচাবাজারের ১৫ জন মালিকের ১৬টি টিনশেডের দোকান পুড়ে গেছে। এসব দোকানে বিভিন্ন ধরনের মালামাল ছিল। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার ফলে আগুন আশপাশের আবাসিক ভবনে ছড়াতে পারেনি।

সর্বশেষ খবর