শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

হাতিরপুলে ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

হাতিরপুলে ভবনে আগুন

রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার সংলগ্ন রাজ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাতটি ইউনিটের সহযোগিতায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভবনটিতে আটকে পড়া চারজনকে ছাদ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়। ভবনটি কার্পেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভাঙতে হয়েছে। নৌবাহিনীর একটি টিমও যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভবনের ভিতরে অক্সিজেন স্বল্পতার কারণে অক্সিজেন মাস্ক পরে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের ভিতরে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর