শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সাফজয়ী ফুটবলার রাজিয়া আর নেই

ক্রীড়া প্রতিবেদক

সাফজয়ী ফুটবলার রাজিয়া আর নেই

পরিচিত নারী ফুটবলার ছিলেন রাজিয়া খাতুন। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জেতার পেছনে বড় ভূমিকা রাখেন। সাফ জয়ী রাজিয়া আর নেই। বুধবার রাতে প্রিয়জনদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। সেদিনই গ্রামের বাড়িতে পুত্রসন্তানের জন্ম দেন রাজিয়া। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ভোরের দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। একসময় বয়সভিত্তিক দলে নিয়মিত খেলোয়াড় ছিলেন। বাফুফের ক্যাম্প থেকে বছর চারেক আগে বাদ পড়েন। তবে নারী লিগে নিয়মিত খেলে যাচ্ছিলেন। ২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে মূল পর্বে খেলেন রাজিয়া। ভুটানে চ্যাম্পিয়ন দলেও ছিলেন। সিনিয়র দলেও কিছুদিন ক্যাম্প করেছেন। পারফরম্যান্সে অবনতি ঘটায় ২০১৯ সালে বাফুফের ক্যাম্প থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। রাজিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বাফুফে শোক প্রকাশ করেছে। নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, রাজিয়া নেই ভাবতেই পারছি না। নিজেকে মেলে ধরতে অনুশীলনে কঠোর পরিশ্রম করত। শৃঙ্খলা মেনে চলত। ওর মৃত্যুতে ফুটবলে ক্ষতি হয়ে গেল।

সর্বশেষ খবর