রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা
গাজীপুরে গ্যাস সিলিন্ডারে আগুন

শিশুসহ দগ্ধ আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের শিশু তায়েবা এবং মনসুর আকন (৪৫) মারা যান। এ নিয়ে এ অগ্নিদুর্ঘটনায় দগ্ধ তিনজন মারা গেলেন। ইনস্টিটিউটের আইসিইউ ইনচার্জ ও সহকারী অধ্যাপক ডা. একরামুল হক সজল বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তায়েবা মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ বার্ন ছিল এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত ছিল। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, মনসুর আকনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। মনসুর আকনের বড় ভাই আবু জাফর জানান, তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। মনসুর কালিয়াকৈরে ভাড়া বাসায় থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। মনসুরের স্ত্রী দিনা আক্তার ও দুই মেয়ে গ্রামে থাকেন। হাসপাতালে ভর্তি থাকা ২৭ জনের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন। এ রোগীদের কেউই পুরোপুরি শঙ্কা মুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ খবর