শিরোনাম
সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় ফের আবেদন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। গত ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা এ আবেদনটি আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম সাত্তার আবেদনপত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন। তিনি বলেছেন, ‘ম্যাডামের’ স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ‘ম্যাডামের’ ছোট ভাই (শামীম এস্কানদার) অসুস্থ থাকায় আমি চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছি। আবেদনপত্রে শামীম এস্কানদার লিখেছেন, বেগম জিয়ার জীবন বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জীবন রক্ষায় তাঁকে অবিলম্বে দেশের বাইরে ‘অ্যাডভান্সড হেলথ সেন্টারে’ নিয়ে চিকিৎসা দেওয়া প্রয়োজন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসকরা তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তাই আবেদনে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সাংবাদিকদের বলেন, আবেদনের বিষয়ে আইনগত মতামত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি আইন মন্ত্রণালয়ে এসেছে। আজ সোমবার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছরের ১২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা এ মাসে শেষ হতে যাচ্ছে। নির্বাহী আদেশে সরকার খালেদা জিয়াকে যে দুটি শর্তে মুক্তি দিয়েছে, তার প্রথমটি হলো তাঁকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। দ্বিতীয় শর্তটি হলো তিনি বিদেশ যেতে পারবেন না। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাঁর সাজার রায় হয়। সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় পাঁচ বছর ধরে গুলশানে নিজ বাসা ফিরোজায় রয়েছেন।

সর্বশেষ খবর