সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাবা-মার সন্ধানে ডেনমার্ক থেকে খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বাবা-মার সন্ধানে ডেনমার্ক থেকে খুলনায়

১৯৭৪ সালে খুলনায় কোনো দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিল একটি শিশু। ওই বছরই ঢাকার ২৬ ইসলামপুর রোডের মিশনারিস অব চ্যারিটি থেকে ডেনমার্কের একটি পরিবার শিশুটিকে দত্তক নেয়। ডেনমার্কে গিয়ে শিশুটির নাম হয় আশা ওয়েলিস। দীর্ঘ ৫০ বছর পর সেই আশা ওয়েলিস স্বামীসহ বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি খুলনার বিভিন্ন স্থানে তার হারানো বাবা-মাকে খুঁজে ফিরছেন। আশা ওয়েলিস জানান, ৯ মার্চ তিনি স্বামী মগেনস ফল্ককে নিয়ে বাংলাদেশে আসেন। প্রথমেই ঢাকার মিশনারিস অব চ্যারিটিতে খোঁজ নেন। সেখানে পুরনো কাগজপত্র থেকে জানা যায়- ডলি মন্ডল নামের এক নারী তাকে খুলনার সোনাডাঙ্গা এলাকার নির্মল হৃদয় শিশু সদনে রেখে এসেছিলেন। সেই সদন থেকেই তাকে ঢাকার মিশনারিস অব চ্যারিটিতে পাঠানো হয়। সেই ডলি মন্ডলের ব্যাপারে খোঁজ নিতে তিনি সোনাডাঙ্গা শিশু সদন, বাগমারা গোবিন্দ মন্দির, শীতলাবাড়ি মন্দির, গণনবাবু রোডের যোসেফপাড়া, বাবু খান রোডের সেন্ট যোসেফস ক্যাথিড্রাল ও খালিশপুর নেভি গেটে খ্রিস্টান কলোনিতে যান। কিন্তু কোথাও ডলি মন্ডলের খোঁজ পাওয়া যায়নি। তবে সিমেট্রি রোডের খ্রিস্টান কবরস্থানের কেয়ারটেকার পিটার তাদের ডলি মন্ডল নামে এক নারীর কবর দেখান। কিন্তু সেখানেও ডলি মন্ডলের বিস্তারিত পরিচয় তিনি বলতে পারেনি। আশা ও তার স্বামী ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকবেন।

সর্বশেষ খবর