সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জয়পুরহাটে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ সময় এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের পেটানোর ঘটনায় রাত ১০টার দিকে মহিপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হকসহ ৯ জনকে আসামি করে পাঁচবিবি থানায় মামলা করেন বাংলাদেশ সমাচারের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি জুয়েল শেখ। হামলায় আহত সাংবাদিকরা হলেন- মামলার বাদী জুয়েল শেখ, মাছরাঙা টেলিভিশনের জয়পুরহাট সংবাদদাতা ও ইংরেজি দৈনিক দ্য বিজনেসের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আল মামুন, দৈনিক সংবাদ সারাবেলার বাবুল হোসেন ও দৈনিক মুক্ত সকালের জয়পুরহাট প্রতিনিধি আবদুুর রাজ্জাক। আহত সাংবাদিকরা বলেন, পাঁচবিবি উপজেলার পিরপাল গ্রামের দরিদ্র আদিবাসী কৈলাশ মাহাতো ও একই গ্রামের রায়হান চৌধুরীর সঙ্গে এক প্রভাবশালী ব্যক্তির জমিজমা নিয়ে বিবাদ চলছে। বিষয়টি নিয়ে মামলা হলে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়। এ খবর পেয়ে ওই সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্নজনের কাছ থেকে তথ্য সংগ্রহের এক পর্যায়ে স্থানীয় মহিপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হকের নেতৃত্বে ৯ জন যুবক দেশি অস্ত্র নিয়ে বেধড়ক মারধর করে তাদের আহত করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিকালে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মাহমুদুল দাবি করেন, ‘আমাদের বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছেন, তা সঠিক নয়, আর আদিবাসীর যে জমির কথা বলা হয়েছে তাও সঠিক নয়।’ পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মামলা গ্রহণ করা হয়েছে, আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

সর্বশেষ খবর