মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ছাত্র-শিক্ষকের সম্পর্ক উন্নয়ন জরুরি

ড. কামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-শিক্ষকের সম্পর্ক উন্নয়ন জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেছেন, উচ্চশিক্ষার বিদ্যাপীঠে ছাত্র-ছাত্রীদের অনেক সমস্যার সমাধান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। এ জন্য বিভাগ পর্যায়ে ছাত্র-ছাত্রী, ছাত্র-শিক্ষকের সম্পর্ক উন্নয়ন করতে হবে, শিক্ষার্থী সংখ্যা কমাতে হবে। শিক্ষার্থীর সংখ্যা কমলে আত্মহত্যার মতো দুর্ঘটনা ৯০ ভাগ কমে আসবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ অধ্যাপক বলেন, হাজার হাজার ছাত্র-ছাত্রীকে সেবা-যথার্থ পাঠদান কোনোটাই প্রদান করা সম্ভব হয় না। উচ্চশিক্ষার বিদ্যাপীঠে শিক্ষার্থী হতে হবে সীমিত। প্রতিদিন একজন ছাত্রীকে কেউ যদি নিপীড়ন করে থাকে, আর সেই ছাত্রীর মন খারাপের কথা যদি শোনার কেউ না থাকে তাহলে তো ভুক্তভোগী মুক্তি পাবে না। মুক্তি পেতে হলে ওই ছাত্রীকে সাপোর্ট দিতে হবে আমাদের। আর এর জন্য ছাত্র-ছাত্রীর সংখ্যা কমাতে হবে বিশ্ববিদ্যালয়ে। এই মনোবিজ্ঞানী বলেন, সাধারণত মানসিক যন্ত্রণা থেকে মুক্তির জন্য মানুষ আত্মহত্যা করে থাকে। ছাত্রনেতারা অনেক সময় নেতৃত্বের খবরদারি করতে গিয়ে ছাত্রীদের বিপদে ফেলে। এগুলো থেকে চাপ অনুভব করে বড় দুর্ঘটনা করে ফেলে ছাত্রীরা। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নানান কারণে যেমন পড়ালেখার চাপ, আর্থিক সংকট, প্রেম-ভালোবাসার কারণে আত্মহত্যা করে। আবার অনেক সময় কারও নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেয় তরুণ-তরুণীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ছাত্রীদের কোনো সমস্যা হলে আমরা কঠিনভাবে নেই। কিন্তু এটি যদি ছাত্র আর ছাত্রীর মধ্যকার কোনো বিষয় হয় সেটি কিছুটা হালকাভাবে নেই আমরা। ছাত্র আর ছাত্রীর মধ্যকার বিষয়টিতে বেশি গুরুত্ব না দেওয়ার কারণেই সমস্যার সৃষ্টি হয়। নিপীড়ন-নির্যাতন যেই করুক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে, ব্যক্তিকে গুরুত্ব দেওয়া যাবে না।

সর্বশেষ খবর