মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত

১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি

১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশনের অদূরে তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে বর্তমানে চট্টগ্রামগামী লাইন (ডাউন লাইন) দিয়ে দুই দিকের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার শিকার ঢাকামুখী লাইন (আপ লাইন) ঠিক হতে আরও দুই দিন সময় লাগবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল ভোর রাত সাড়ে ৪টার দিকে ট্রেন চলাচলের জন্য ডাউন লাইনকে উপযুক্ত ঘোষণা করেন রেলওয়ে কর্তৃপক্ষ। এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আপ লাইন একেবারেই চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

বগিগুলোর বেশির ভাগ ডাউন লাইনে ছিটকে পড়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ভোর ৪টা পর্যন্ত প্রায় সাড়ে ৯ ঘণ্টা চেষ্টার পর ডাউন লাইনের ওপর পড়া বগিগুলো লাইন থেকে সরানো হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রামে আটকে থাকা সব ট্রেন ছেড়ে এসেছে।

এদিকে ট্রেন দুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, রবিবার দুপুর ১টা ৩৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সর্বশেষ খবর