বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কেরানীগঞ্জে মাটি কাটা চক্র আটক, কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জে মাটি কাটা চক্র আটক, কারাদণ্ড

কেরানীগঞ্জে মাটি কাটা চক্রকে গতকাল কারাদণ্ড দেওয়া হয়

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফসলি জমি ও সরকারি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। এতে মাটিবাহী ট্রলি, ট্রাক ও ডাম্পারের দাপটে ভাঙছে রাস্তাঘাট। ধুলাবালিতে হুমকিতে রয়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এ মাটি কাটার হিড়িক চলছে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাওটাইল কান্দাপাড়া এলাকায় রেললাইনের সামনে। এতে আশপাশের ফসলি জমি ও পরিবেশ নষ্ট হচ্ছে। হুমকির মুখে রয়েছে পদ্মা সেতুর এলিভেটর রেললাইন। প্রতিদিন মাটি চোর চক্রের সদস্যরা শতাধিক সন্ত্রাসীর পাহারায় একদল শ্রমিক দিয়ে ভেকুর সাহায্যে মাটি কেটে ট্রাকে ভরে নিয়ে যাচ্ছে। এ ট্রাকের মাটি যাচ্ছে আশপাশের ইটভাটায়। প্রতি ট্রাকের মাটি ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। প্রতিদিন মাটি চোররা কমপক্ষে ৩ শতাধিক ট্রাক মাটি চুরি করে বিক্রি করে। ফজরের নামাজের পর থেকে শুরু হয় এ লুটপাট। চলে সন্ধ্যা পর্যন্ত। কেউ বাধা দিলে তার ওপর চলে নির্যাতন। হতে হয় বাড়ি ছাড়া। জানা গেছে, এসব মাটি চোর চক্রকে সাহায্য করেন স্থানীয় দলীয় নেতারা। দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাওটাইল কান্দা পাড়া এলাকায় রেললাইনের জমিসহ আশপাশের ফসলি জমির মাটি চুরি করে কেটে নিয়ে যাওয়ার খবরে ঢাকা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্যোগ নিতে বললে ওই এলাকায় গতকাল দুপুর ২টায় অভিযান চালান কেরানীগঞ্জ সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুন। অভিযানে রেললাইনের সরকারি জমিসহ আশপাশের ফসলি জমির মাটি অবৈধভাবে চুরি করে কেটে নিয়ে যাওয়ার সময় তিনটি মাটির ট্রাকসহ মো. ফরহাদ (২৮) নামের এক ট্রাকচালককে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাকের ড্রাইভার মো. ফরহাদকে সরকারি ও আশপাশের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি চুরি করে বিক্রি করার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুন। এর আগে কোন্ডা ইউনিয়নের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রানাউল কবির, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. শরীফ ও মো. খোরশেদ আলম এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

সর্বশেষ খবর