বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সব শ্রেণির মানুষের জন্য বসুন্ধরার ইফতার

নিজস্ব প্রতিবেদক

সব শ্রেণির মানুষের জন্য বসুন্ধরার ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা ও এতিমখানায় ইফতার বিতরণ করছে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। বিতরণ করা হচ্ছে ছিন্নমূল, নদীভাঙনের শিকার ও দরিদ্র মানুষের মাঝে। এ উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দারুসসুন্নাহ মাদরাসায়ও প্রথম রোজা থেকে ইফতার বিতরণ করা হচ্ছে।

গত সোমবার মাদরাসাটিতে গিয়ে দেখা যায়, ইফতারের সময় হতে তখন ২০ মিনিটের মতো বাকি। দারুসসুন্নাহ মাদরাসায় ইফতারের জন্য সারিবদ্ধভাবে বসা ধর্মপ্রাণ রোজাদাররা। সেখানে নেই ধনী-গরিবের ভেদাভেদ। পাশাপাশি বসা মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, আশপাশের দোকানদার, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার সামনে বসুন্ধরা গ্রুপ থেকে পাঠানো ইফতারের বক্স সাজিয়ে রাখছেন কুরআনের খুদে হাফেজরা। পুরো বিষয় তদারকি করছেন মাদরাসার প্রধান মাওলানা হাফিজুর রহমান। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা জানালেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষে ঘণ্টা দেড়েক আগেই পিকআপ ভ্যানে করে ইফতারের বক্সগুলো মাদরাসায় পৌঁছে দেওয়া হয়েছে। মাওলানা হাফিজুর রহমান বলেন, মাদরাসায় ইফতার আয়োজনে কোনো বেগ পেতে হচ্ছে না। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। রমজানের শুরু থেকেই বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ইফতার দিয়ে যাচ্ছে। গত বছরও দিয়েছিল। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাদের সম্পদ দিয়েছেন, ইসলামের খেদমত করার মন দিয়েছেন। আমরা সব সময় তাদের (বসুন্ধরা পরিবার) জন্য দোয়া করি, সাফল্য কামনা করি। মহান আল্লাহ বসুন্ধরা গ্রুপের খেদমত কবুল করুন। বসুন্ধরা গ্রুপকে দীনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার তৌফিক দান করুন। তিনি বলেন, মাদরাসায় দৈনিক ৩৫০ থেকে ৪০০ মানুষ ইফতারে শরিক হয়। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেয় সাধারণ মানুষও। তারাও ইফতার পেয়ে খুশি। দারুসসুন্নাহ মাদরাসায় ইফতার করতে আসা মুখলেসুর রহমান জানান, গতবারের মতো এবারও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এদিকে গতকাল বিকালে কুড়িলে শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে গিয়ে দেখা যায়, মাদরাসাটির সামনে বসুন্ধরা গ্রুপের পাঠানো ইফতার নিয়ে দাঁড়িয়ে আছে একটি পিকআপ ভ্যান। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সেই ইফতারসামগ্রী বুঝে নিচ্ছেন। তারা জানান, প্রথম রোজা থেকেই বসুন্ধরা গ্রুপ মাদরাসাটিতে ইফতার পাঠাচ্ছে এবং রমজান মাসব্যাপী পাঠাবে বলে জানিয়েছে। জানা গেছে, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে চলতি রমজানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দৈনিক ১৮ থেকে ২০ হাজার মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হচ্ছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা, নূরের চালা মাদানিয়া নূরিয়া হাফিজিয়া মাদরাসা, বাড্ডার স্বাধীনতা সরণির দারুল ফুরকান মাদরাসা, খিলক্ষেতের কুড়িল চৌরাস্তার মাদরাসাতুস সুন্নাহ, কুড়িল জোয়ারসাহারা মহিলা মাদরাসা, খিলক্ষেতের ইসাতুস সুন্নাহ মাদরাসা, মারকাজুল কুরআন ইসলামিয়া মাদরাসা খিলক্ষেত, জামিয়া ইসলামিয়া আবাবিয়া খিলক্ষেত বাজার, হাজি আবদুল মালেক মাদরাসা খিলক্ষেত, জামিয়া আশরাফিয়া বায়তুল কুরআন খিলক্ষেত, জামিয়া কাশেমুল উলুম মাদরাসা কাওলার, দারুল উলুম দর্জিপাড়া মাদরাসা বোটঘাট, জান্নাতুল বানাত মহিলা মাদরাসা খিলক্ষেত, এমদাদিয়া নূরানিয়া হাফিজিয়া মাদরাসা খিলক্ষেত, তাজিবুল বানাত আদর্শ বালিকা মাদরাসা খিলক্ষেত, বাইতুল উলুম ইসলামিয়া মাদরাসা নামাপাড়া, এসলাহুল উম্মাহ মাদরাসা বটতলা খিলক্ষেত, আবদুল আজিজ রুস্তম আলী নূরানি হাফিজিয়া মাদরাসা, রুস্তম আলী ওবাইদিয়া হাফিজিয়া মাদরাসা খিলক্ষেত, এহদাউল উম্মাহ মাদিনাতুল উলুম মাদরাসা, আশকোনা সুন্নিয়া মাদরাসা, শায়খ যাকারিয়া ইসলামিয়া রিসার্চ সেন্টার কুড়িল, বসুন্ধরার মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, মাদরাসা মদিনাতুল উলুম, মাদরাসা দারুস সুন্নাহ, হাজি কোমর উদ্দীন মাদরাসা, মাদরাসা সওতুল কুরআন, তালিমুল কুরআন মাদরাসা, শামসুল উলুম মাদরাসা, দারুল এহসান হাফিজুল কুরআন মাদরাসা মিরপুর, আলহাজ আবদুল মালেক মাদরাসা খিলক্ষেতসহ মানিকগঞ্জ, রংপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও ছিন্নমূল মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ খবর