বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে মো. রাজু (২৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। ওই সময় তিনি পাশের ভবনের হোটেলে বেগুন কাটার কাজ করছিলেন। গতকাল সকাল ৯টার দিকে ভাটারার সোলমাইদ বসুমতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামে। ভাটারার সোলমাইদ এলাকার একটি মেসে থাকতেন।

রাজুর সহকর্মী আফছার জানান, ভাটারা থানার বসুমতী মূর্তি আনছার ক্যাম্প গেটের পাশে মায়ের দোয়া লামিয়া রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন রাজু। রেস্টুরেন্ট ভবনের সানসেটের নিচে বসে বেগুন কাটার কাজ করছিলেন তিনি। এ সময় পাশের নিমার্ণাধীন ১০ তলা ভবন থেকে একটি লোহার পাইপ পড়ে তার বুকে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতের পর সহকর্মীরা রাজুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, নির্মাণাধীন একটি ভবন থেকে লোহার পাইপ পড়ে একজনের মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

সর্বশেষ খবর