বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা
বসুন্ধরার ইফতার

তিস্তাপারের মানুষের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক

তিস্তাপারের মানুষের মুখে হাসি

পবিত্র রমজানে রাজধানী ঢাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানার পাশাপাশি রংপুর অঞ্চলের নদীভাঙনের শিকার অসহায় মানুষের মাঝেও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে ইফতারসামগ্রী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিয়মিত বসুন্ধরার ইফতার পেয়ে উচ্ছ্বসিত তিস্তাপারের অসহায় মানুষ।

দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে প্রথম রোজা থেকেই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার ভাঙনের শিকার কয়েকটি গ্রামে প্রতিদিন বিতরণ করা হচ্ছে ইফতারসামগ্রী। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ছিন্নমূল, নদীভাঙনের শিকার অসহায় মানুষ এক কাতারে বসে ইফতার করছে। অনেক জনপ্রতিনিধিও এলাকাবাসীর সঙ্গে সে ইফতারে শামিল হচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন ইফতার ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে অভাবের বেড়াজালে বেষ্টিত তিস্তার ভাঙনের শিকার রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব সরকারপাড়া, জয়দেব সরকার পশ্চিমপাড়া, জয়দেব সরকার পূর্বপাড়া, ছালাপাক পশ্চিমপাড়া, ছালাপাক মধ্যপাড়া, ছালাপাক জামতলা, মতলবের বাজার গ্রামগুলোয়। এসব এলাকার কয়েক শ মানুষের মাঝে প্রথম রমজান থেকে মানসম্মত ইফতার বিতরণ করে আসছে বসুন্ধরা গ্রুপ। ছালাপাক পশ্চিমপাড়ার কয়েকজন বাসিন্দা বলেন, এসব এলাকায় অভাবে মানুষ ঠিকমতো চলতে পারে না। নদীভাঙনে ঘরবাড়ি-ভিটেমাটি হারিয়ে অনেক বিত্তশালী পরিবারও আজ অসহায়। এ ছাড়া জিনিসপত্রের যে দাম, ভালো ইফতারের কথা ভাবাই যায় না। আল্লাহপাক বসুন্ধরা গ্রুপের মাধ্যমে আমাদের জন্য ভালো ইফতারের ব্যবস্থা করেছেন। এজন্য শুকরিয়া। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডি সাহেবের জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করি। তাঁরা যেন আজীবন মানুষের উপকারে কাজ করে যেতে পারেন। এভাবেই যেন মানুষের খেদমত করে যেতে পারেন। বসুন্ধরার এ উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় জনপ্রতিনিধিরাও। তাঁরা বলেন, এ গ্রুপটি শুধু ব্যবসাই করে না, মানুষের কল্যাণেও কাজ করে। রমজানে ইফতার বিতরণ করছে, ট্রাকে করে কম দামে তাদের পণ্য বিক্রি করছে। সারা দেশে বঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করছে। দরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করছে, প্রশিক্ষণ দিচ্ছে, বিনা সুদে ঋণ দিচ্ছে। শীতে কম্বল বিতরণ করছে। সব শিল্পপতি এভাবে চিন্তা করলে দেশের লাখ লাখ অসহায় পরিবারের কষ্ট লাঘব হতো। জানা গেছে, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা, নূরের চালার মাদানিয়া নূরিয়া হাফিজিয়া মাদরাসা, বাড্ডার স্বাধীনতা সরণির দারুল ফুরকান মাদরাসা, খিলক্ষেতের কুড়িল চৌরাস্তার মাদরাসাতুস সুন্নাহ, কুড়িল জোয়ারসাহারা মহিলা মাদরাসা, খিলক্ষেতের ইসাতুস সুন্নাহ মাদরাসা, মারকাজুল কুরআন ইসলামিয়া মাদরাসা খিলক্ষেত, জামিয়া ইসলামিয়া আবাবিয়া খিলক্ষেত বাজার, হাজি আবদুল মালেক মাদরাসা খিলক্ষেত, জামিয়া আশরাফিয়া বায়তুল কুরআন খিলক্ষেত, জামিয়া কাশেমুল উলুম মাদরাসা কাওলার, দারুল উলুম দর্জিপাড়া মাদরাসা বোটঘাট, জান্নাতুল বানাত মহিলা মাদরাসা খিলক্ষেত, এমদাদিয়া নূরানিয়া হাফিজিয়া মাদরাসা খিলক্ষেত, তাজিবুল বানাত আদর্শ বালিকা মাদরাসা খিলক্ষেত, বাইতুল উলুম ইসলামিয়া মাদরাসা নামাপাড়া, এসলাহুল উম্মাহ মাদরাসা বটতলা খিলক্ষেত, আবদুল আজিজ রুস্তম আলী নূরানি হাফিজিয়া মাদরাসা, রুস্তম আলী ওবাইদিয়া হাফিজিয়া মাদরাসা খিলক্ষেত, এহদাউল উম্মাহ মাদিনাতুল উলুম মাদরাসা, আশকোনা সুন্নিয়া মাদরাসা, শায়খ যাকারিয়া ইসলামিয়া রিসার্চ সেন্টার কুড়িল, বসুন্ধরার মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, মাদরাসা মদিনাতুল উলুম, মাদরাসা দারুস সুন্নাহ, হাজি কোমর উদ্দীন মাদরাসা, মাদরাসা সওতুল কুরআন, তালিমুল কুরআন মাদরাসা, শামসুল উলুম মাদরাসা, দারুল এহসান হাফিজুল কুরআন মাদরাসা মিরপুর, আলহাজ আবদুল মালেক মাদরাসা খিলক্ষেতসহ মানিকগঞ্জ, রংপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও ছিন্নমূল মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ খবর