শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সিপিজের আহ্বান

দায়মুক্তি দিয়ে সাংবাদিকদের হয়রানি করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক মো. শফিউজ্জামান রানার বিরুদ্ধে সব অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। গতকাল সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে উত্তরাঞ্চলীয় লালমনিরহাটের পাঁচজন সাংবাদিককে হয়রানির তদন্ত করার আহ্বান জানিয়েছে সিপিজে। এতে বলা হয়, ৫ মার্চ গ্রেফতারের পর এক সপ্তাহ জেলে রাখা হয় রানাকে। তিনি দেশ রূপান্তর পত্রিকায় কাজ করেন। সরকার পরিচালিত উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে তথ্য চেয়ে তিনি একটি আবেদন করেছিলেন। এরপর শেরপুর জেলার স্থানীয় সরকারের এক অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। সাংবাদিক শফিউজ্জামান রানাকে কারাগারে পাঠানোর ঘটনা তদন্তে সরকারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সিপিজে। এ সংগঠনের এশিয়া প্রোগ্রাম সমন্বয়ক বেহ লিহ ই বলেন, শুধু তথ্য জানার কারণে সাংবাদিকদের প্রতিশোধের মুখোমুখি হওয়া উচিত নয়। লালমনিরহাটে সরকারি একটি অফিসে পাঁচজন সংবাদকর্মীকে আটকে রাখার বিষয়েও কর্তৃপক্ষকে স্বচ্ছ তদন্ত করা উচিত। তাদেরকে আরও নিশ্চিত করতে হবে যে, দায়মুক্তি নিয়ে সাংবাদিকদের হয়রানি করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর